Ajker Patrika

দাউদকান্দিতে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৬: ১৫
দাউদকান্দিতে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

আজ শুক্রবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা এলাকার র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ জুলাই জেলার দাউদকান্দি উপজেলার খালিশা মোহাম্মদীয়া মিসবাউল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী মাদ্রাসায় গেলে পরিচালক নাছির উদ্দিন পাটোয়ারী তাঁর ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে তিনি ধর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, শিশুটি এ সময় চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেন নাছির উদ্দিন। পরে বাড়ি ফিরে সে কান্নাকাটি করে এবং তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরদিন ওই শিশুর মা বাদী হয়ে নাছির উদ্দিনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করেন। র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে নাছিরকে গ্রেপ্তার করে। নাছির কুমিল্লার দাউদকান্দি উপজেলার খালিশা গ্রামের বাসিন্দা। তাঁকে থানা-পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত