Ajker Patrika

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান: রাষ্ট্রদূত সাইদা শিনিচি

কক্সবাজার প্রতিনিধি
মতবিনিময় সভায় বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ছবি: আজকের পত্রিকা
মতবিনিময় সভায় বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পে অবস্থিত ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মতবিনিময়কালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় জাপান বাংলাদেশের পাশে থাকবে। রোহিঙ্গা সংকটের শুরু থেকে জাপান রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

মতবিনিময়কালে রাষ্ট্রদূত স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক ও কর্মকর্তাদের রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেন। রাষ্ট্রদূত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

এ সময় রাষ্ট্রদূত সাইদা শিনিচি আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাপন নিয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জাপান দূতাবাসের প্রথম সচিব ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু, কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য ওমর শরীফ ইবনে হাসান, প্রোগ্রাম সমন্বয়কারী হাসি চাকমা, সাদিয়া সামাদ, শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাপান দূতাবাস ও জাপান প্ল্যাটফর্মের সহায়তায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা জনগণের জন্য জরুরি স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ ও জনস্বাস্থ্য প্রচারণা পরিচালনা করে আসছে।

এ পর্যন্ত এই কেন্দ্র ৭ লাখের বেশি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত