Ajker Patrika

হাতিয়ায় মাঝ নদীতে লঞ্চের তলায় ফাটল, ১৫০ যাত্রী উদ্ধার 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৯: ৩৭
হাতিয়ায় মাঝ নদীতে লঞ্চের তলায় ফাটল, ১৫০ যাত্রী উদ্ধার 

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঢাকাগামী লঞ্চ এমভি ফারহান-৩ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় কোস্ট গার্ডের একটি টহল দল লঞ্চে থাকা ১৫০ যাত্রীকে উদ্ধার করে। 

আজ বুধবার দুপুরে হাতিয়া উপজেলার মেঘনা নদীর বদনার চরসংলগ্ন মাঝের চরে জেগে ওঠা ডুবোচরের সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ডুবোচরে আটকা পড়া লঞ্চটিকে উদ্ধারে কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১২টায় হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এমভি ফারহান-৩ নামে একটি যাত্রীবাহী লঞ্চ। বদনার চরসংলগ্ন মাঝেরচর এলাকায় গেলে সেখানে নতুন করে জেগে ওঠা ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে লঞ্চটির তলায় ফাটল ধরে। এ সময় পাশে থাকা কোস্ট গার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে এগিয়ে আসে এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধার করা যাত্রীদের ফিশিং বোটের সহায়তায় হাতিয়ার তমরুদ্দিন এবং মনপুরায় নামিয়ে দেওয়া হয়।

ফারহান লঞ্চের ম্যানেজার হাজি মোহাম্মাদ ফারুক খান দাবি করেন, লঞ্চের তেমন মারাত্মক ক্ষতি হয়নি, যাত্রীদেরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তাঁরা নিরাপদে লঞ্চ থেকে নেমে গেছেন। পাশের একটি চরে লঞ্চটি মেরামত করা হচ্ছে, মেরামত শেষ হলে লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত