কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। আজ রোববার সকাল থেকে জোয়ারের পানি দুই থেকে তিন ফুট উচ্চতায় তীরে আছড়ে পড়ছে। এর মধ্যে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়রা ঝড়ের আগে উত্তাল সাগরের রূপ দেখতে সৈকতে ভিড় করছেন।
এদিকে সকাল থেকে পর্যটকদের সাগরে না নামতে নিরুৎসাহিত করে মাইকিং করছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড।
জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন বলেন, সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বড় বড় ঢেউ সৈকতে আছড়ে পড়ছে। পর্যটকদের অনুরোধ করেও সরানো যাচ্ছে না।
ঢাকার মালিবাগ থেকে দুই দিন আগে বেড়াতে এসেছে ব্যবসায়ী আসাদুজ্জামানের পরিবার। আজ রোববার সকালে ফেরার কথা থাকলেও কক্সবাজারে বিমান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন। দুপুর ১২টায় শহরের লাবণী পয়েন্টে সপরিবারে ঘূর্ণিঝড় পরিস্থিতি দেখতে এসেছেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘কোনো সময় ঝড়ের তীব্রতা দেখার সুযোগ হয়নি। এই প্রথম সুযোগ হলো। বাচ্চারা বেশ উপভোগ করছে।’
তাঁর মতো অনেকেই ঝড়ের তীব্রতা ও বিক্ষুব্ধ সাগর দেখতে সাগরতীরে ভিড় করছে। সকাল থেকে কক্সবাজার শহর ও আশপাশের লোকজনও ভিড় করতে দেখা যায়। অনেককেই ঝড় নিয়ে টিকটক ও কনটেন্ট বানাতে দেখা গেছে। কাউকে কাউকে বালিয়াড়ির ভাঙন রোধে বসানো জিওব্যাগে দাঁড়িয়ে উত্তাল সাগর দেখতে দেখা যায়।
হোটেল-মোটেল মালিক সমিতি সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে ১৫ থেকে ২০ হাজার পর্যটক অবস্থান করছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে সাগরে নামতে না পারে, তার জন্য ট্যুরিস্ট পুলিশ সতর্ক রয়েছে।’
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের সাগরে গোসলে নামতে নিরুৎসাহিত করে মাইকিং করা হচ্ছে। সকাল থেকে বিচ কর্মী, লাইফগার্ড কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। আজ রোববার সকাল থেকে জোয়ারের পানি দুই থেকে তিন ফুট উচ্চতায় তীরে আছড়ে পড়ছে। এর মধ্যে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়রা ঝড়ের আগে উত্তাল সাগরের রূপ দেখতে সৈকতে ভিড় করছেন।
এদিকে সকাল থেকে পর্যটকদের সাগরে না নামতে নিরুৎসাহিত করে মাইকিং করছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড।
জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন বলেন, সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বড় বড় ঢেউ সৈকতে আছড়ে পড়ছে। পর্যটকদের অনুরোধ করেও সরানো যাচ্ছে না।
ঢাকার মালিবাগ থেকে দুই দিন আগে বেড়াতে এসেছে ব্যবসায়ী আসাদুজ্জামানের পরিবার। আজ রোববার সকালে ফেরার কথা থাকলেও কক্সবাজারে বিমান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন। দুপুর ১২টায় শহরের লাবণী পয়েন্টে সপরিবারে ঘূর্ণিঝড় পরিস্থিতি দেখতে এসেছেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘কোনো সময় ঝড়ের তীব্রতা দেখার সুযোগ হয়নি। এই প্রথম সুযোগ হলো। বাচ্চারা বেশ উপভোগ করছে।’
তাঁর মতো অনেকেই ঝড়ের তীব্রতা ও বিক্ষুব্ধ সাগর দেখতে সাগরতীরে ভিড় করছে। সকাল থেকে কক্সবাজার শহর ও আশপাশের লোকজনও ভিড় করতে দেখা যায়। অনেককেই ঝড় নিয়ে টিকটক ও কনটেন্ট বানাতে দেখা গেছে। কাউকে কাউকে বালিয়াড়ির ভাঙন রোধে বসানো জিওব্যাগে দাঁড়িয়ে উত্তাল সাগর দেখতে দেখা যায়।
হোটেল-মোটেল মালিক সমিতি সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে ১৫ থেকে ২০ হাজার পর্যটক অবস্থান করছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে সাগরে নামতে না পারে, তার জন্য ট্যুরিস্ট পুলিশ সতর্ক রয়েছে।’
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের সাগরে গোসলে নামতে নিরুৎসাহিত করে মাইকিং করা হচ্ছে। সকাল থেকে বিচ কর্মী, লাইফগার্ড কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৯ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে