Ajker Patrika

থানচি ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে প্রশাসন

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৬: ০০
থানচি ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে প্রশাসন

বান্দরবানের থানচিতে চার দিনের টানা বর্ষণ এবং গতকাল বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানির প্রবাহ বেড়েছে। এতে থানচির দুর্গম দুই ইউনিয়নে পর্যটক ভ্রমণে নিরুৎসাহী করেছে উপজেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে উপজেলার দুর্গম তিন্দু রেমাক্রী ইউনিয়নে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। চলতি বর্ষায়ও এই নৌপথে পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সাময়িকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে থানচির পর্যটনকেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করে উপজেলা প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক এবং সাঙ্গু নদীর পানির প্রবাহ কমে না যাওয়া পর্যন্ত সব নৌপথের চলাচল ও পর্যটকদের জন্য এই সতর্কবার্তা চলমান থাকবে। 

স্থানীয়রা জানান, টানা চার দিন ভারী বৃষ্টিপাতের কারণে রেমাক্রী তিন্দু থেকে ধেয়ে আসছে পানি। তিন্দু বড় পাথর এলাকায় ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কায় নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

ইউএনও মুহা. আবুল মনসুর গণমাধ্যমকর্মীদের বলেন, আবহাওয়াজনিত কারণে জানমালের ক্ষতি হতে পারে ধারণা করে সাঙ্গু নদীপথে চলাচল ও পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে প্রশাসন সাময়িকভাবে নিরুৎসাহিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত