নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় ভারতীয় চোরাচালানির পণ্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের মনসুরপুর গ্রামে স্থানীয়দের তৎপরতায় একটি পিকআপ ভ্যান থেকে ৬ হাজার ৪৫০ পিস ভারতীয় জুস উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আটারবাড়ী ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে মো. মামুন মিয়া (৩৫) এবং একই জেলার নান্দাইল উপজেলার বারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে চন্দন মিয়া, যিনি পিকআপটির চালক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্যবাহী পিকআপটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে মনসুরপুরে স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি থামান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ ও দুজনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত পণ্যের আনুমানিক দাম ২ লাখ টাকা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা খন্দকার ইমন বলেন, ‘গাড়িটির চলাচলে সন্দেহজনক আচরণ ছিল। আমরা থামিয়ে দেখি এটি ভারতীয় পণ্যে বোঝাই। এরপর পুলিশে খবর দিই।’
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, সাধারণ জনগণের সহায়তায় ভারতীয় চোরাচালান পণ্যসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নেত্রকোনার আটপাড়ায় ভারতীয় চোরাচালানির পণ্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের মনসুরপুর গ্রামে স্থানীয়দের তৎপরতায় একটি পিকআপ ভ্যান থেকে ৬ হাজার ৪৫০ পিস ভারতীয় জুস উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আটারবাড়ী ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে মো. মামুন মিয়া (৩৫) এবং একই জেলার নান্দাইল উপজেলার বারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে চন্দন মিয়া, যিনি পিকআপটির চালক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্যবাহী পিকআপটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে মনসুরপুরে স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি থামান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ ও দুজনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত পণ্যের আনুমানিক দাম ২ লাখ টাকা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা খন্দকার ইমন বলেন, ‘গাড়িটির চলাচলে সন্দেহজনক আচরণ ছিল। আমরা থামিয়ে দেখি এটি ভারতীয় পণ্যে বোঝাই। এরপর পুলিশে খবর দিই।’
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, সাধারণ জনগণের সহায়তায় ভারতীয় চোরাচালান পণ্যসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
২৫ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
৩১ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৪০ মিনিট আগে