Ajker Patrika

কুবির ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানানো হয়।  

১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট ও বেলা ৩টায় ‘এ’ ইউনিট এবং ২৫ এপ্রিল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্দেশনাগুলো হলো—

১. পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

২. পরীক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ব্যাগ, বই, কাগজ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তবে ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলেও রুমের এককোনায় রেখে পরীক্ষা দিতে হবে।

৩. রোল নম্বর ও সেট কোডে কোনো প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে বাতিল বলে গণ্য হবে।

৪. পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।  

৫. উত্তরপত্রে দেওয়া নির্দেশাবলি মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।  

৬. পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল চেক করা হবে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক চেক করবেন।

৭. প্রতি ৫টি পরীক্ষার হলের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

উল্লেখ্য, ১৯ এপ্রিল সকাল ১০টায় সি ইউনিট ও বেলা ৩টায় এ ইউনিট এবং ২৫ এপ্রিল বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত