Ajker Patrika

সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে: আখাউড়ায় আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৪: ০০
সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে: আখাউড়ায় আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যাঁরা আইন ও আদালত দ্বারা সাজাপ্রাপ্ত, তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে। আজ শুক্রবার সকালে নিজের সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। টানা তৃতীয়বারের মতো দেশের আইনমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘যাঁরা আমাদের দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন, তাঁদের সবাইকে দেশে ফিরে আনার চেষ্টা অব্যাহত আছে। সরকারের তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শ্রম আইন সংশোধন বিল জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস হবে বলে জানান আনিসুল হক।

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি যতটুকু জানি, কাগজপত্রে দেখেছি, সেখান থেকে আমি এটুকু বলতে পারব, এই বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যেই ধারা সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি নই। কারণ যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, নিশ্চয়ই আপিল করবেন। সেখানে এর কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত