Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় নিহত ১, আহত ৪ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় নিহত ১, আহত ৪ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টরচাপায় আলী শাহ (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী ছিলেন। আজ বুধবার দুপুরে উপজেলার ধনকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

এ ঘটনায় আহতরা হলেন, মো. মাইনুদ্দিন (৪০), মাহফুর মিয়া (৫০), করিম শাহ (৫২) ও মারিয়া জান্নাত (১০)। 

স্থানীয়দের বরাত দিয়ে নাসিরনগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, দুপুর আড়াইটার দিকে ধনকুড়া এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আলী শাহ মারা যান। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত