Ajker Patrika

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৪: ৪৯
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মামা শামীম সরকার।

নিহত জুনায়েদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্ৰামে। তাঁর বাবার নাম হামিদুল ইসলাম। 

স্বজনেরা জানান, এক বছর আগে জীবিকার তাগিদে জুনায়েদ সৌদি আরবে যান। সেখানে তিনি বলদিয়া কোম্পানির গাড়ির সহকারী ছিলেন। গতকাল রোববার দুপুরে দাম্মাম শহরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। তাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তাঁর লাশ দাম্মাম শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, ‘জীবিকার তাগিদে বিদেশে গিয়ে জুনায়েদ মিয়াকে এমন মৃত্যুর শিকার হতে হলো। বিষয়টি তাঁর পরিবারের জন্য খুবই বেদনার। ইউপি চেয়ারম্যান হিসেবে পরিবারের পাশে থাকব। লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন।’ 

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে প্রবাসীর লাশ দেশে আনতে আমরা প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত