Ajker Patrika

রোহিঙ্গা শিবিরে যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা শিবিরে যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে। 

নিহত মোহাম্মদ মাহবুব উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় রোহিঙ্গাদের বরাতে ওসি বলেন, সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে কতিপয় স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। একপর্যায়ে ৫-৭ জনের মুখোশ পরা একদল দুষ্কৃতকারী তাকে তুলে নিয়ে যায়। এরপর মাহবুবকে কিছু দূর নেওয়ার পর বুকে দুটি গুলি করে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশ্রয়শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে ও পরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে চার দিনের ব্যবধানে তিন রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত