কক্সবাজার প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ মাহবুব উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় রোহিঙ্গাদের বরাতে ওসি বলেন, সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে কতিপয় স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। একপর্যায়ে ৫-৭ জনের মুখোশ পরা একদল দুষ্কৃতকারী তাকে তুলে নিয়ে যায়। এরপর মাহবুবকে কিছু দূর নেওয়ার পর বুকে দুটি গুলি করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশ্রয়শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে ও পরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে চার দিনের ব্যবধানে তিন রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হলো।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ মাহবুব উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় রোহিঙ্গাদের বরাতে ওসি বলেন, সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে কতিপয় স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। একপর্যায়ে ৫-৭ জনের মুখোশ পরা একদল দুষ্কৃতকারী তাকে তুলে নিয়ে যায়। এরপর মাহবুবকে কিছু দূর নেওয়ার পর বুকে দুটি গুলি করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশ্রয়শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে ও পরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে চার দিনের ব্যবধানে তিন রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হলো।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৩ মিনিট আগেওই নারীর নাম হোটেলের রেজিস্ট্রারে লেখা ছিল মুন্না সরকার, ঠিকানা দেওয়া ছিল ঢাকার ধানমন্ডি। তবে মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছুটে আসা স্বজনেরা জানিয়েছেন, ওই নারীর প্রকৃত নাম মুন্না আক্তার। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
১৬ মিনিট আগেমাইলস্টোন স্কুল ও কলেজের অকালে ঝরে পড়া ফুলগুলোর সংখ্যা অন্তত ২৬-এ উঠল। ২১ জুলাইয়ের মর্মান্তিক বিপর্যয়ে শিক্ষক, অভিভাবক আর যুদ্ধবিমানের পাইলট মিলিয়ে নিহতের সংখ্যা গতকাল রোববার পর্যন্ত ৩৪।
২৩ মিনিট আগেকাইতাড়া গ্রামের বাসিন্দা মামুন হায়দার বলেন, এই সড়ক নির্মাণের পর আর সংস্কার হয়নি। তবুও চলাচলের যোগ্য ছিল। কিন্তু গত ৮ থেকে ১০ বছর স্থানীয় একাধিক বালু ব্যবসায়ীর ট্রাক চলাচল করতে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যে কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে বেহাল অবস্থায় পরিণত হয়।
১ ঘণ্টা আগে