Ajker Patrika

দাগনভূঞায় সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৯: ১৪
দাগনভূঞায় সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফেনীর দাগনভূঞায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল রাত আটটার দিকে উপজেলার গজারিয়া গ্রামে রিফাত (১৭) নামে এক তরুণের প্রকাশ্যে সিগারেট খাওয়া নিয়ে স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের নেতা লিওন (১৭), তারেক (২৪) ও সিয়াম (১৬) নিজেদের বড় ভাই দাবি করে তাকে চড়থাপ্পড় মারেন। 

এ ঘটনায় রিফাতের বন্ধুরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে গজারিয়া বাজারে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হোসেন এবং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি রমিজ উদ্দিনের এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। পরে রাত সাড়ে ১০টার দিকে আবার ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। 
 
উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। তবে ছাত্রলীগের সঙ্গে কারও সংঘর্ষের ঘটনা ঘটেনি।’

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত