Ajker Patrika

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৬: ১৬
Thumbnail image

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার ভোরে চন্দ্রগঞ্জের দত্তপাড়ার ইব্রাহিম বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুর রহমান অনিক চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণি ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া বর্তমান কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও পশ্চিম লতিফপুর এলাকার আবদুল হকের ছেলে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দত্তপাড়ার ইব্রাহিম বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালায় র‍্যাবের সদস্যরা। এ সময় আবদুর রহমান অনিককে একটি এলজিসহ গ্রেপ্তার করা হয়। আবদুর রহমান অনিকের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ‘আবদুর রহমান অনিক ছাত্রলীগের কোনো পদেই ছিল না। পাশাপাশি আমি তাঁকে চিনিনা।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র আইনে র‍্যাব আবদুর রহমান অনিকের বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত