Ajker Patrika

ফেনী আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপি-জামায়াত সমর্থিত পক্ষ বিজয়ী

ফেনী প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৩: ৩২
ফেনী আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপি-জামায়াত সমর্থিত পক্ষ বিজয়ী

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ বিজয়ী হয়েছে। গতকাল শনিবার ফেনী জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ৩২৫ জন ভোটারের মধ্যে ৩১৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়। রাত ১১টায় নির্বাচন কমিশনার সমিতির বর্তমান সভাপতি মো. নূরুল ইসলাম (৩) ও সাধারণ সম্পাদক মোহা. গিয়াস উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে একজন সহসভাপতি ও তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আবুল বশর চৌধুরী, সহসভাপতি দিলীপ কুমার সাহা ও করিমুল হক দুলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিএনপি সমর্থিত আমিনুল করিম মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল কাইয়ুম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হোসেন কমল, অডিটর নাজমুল হোসেন, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন সুজন ও লাইব্রেরি সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান।

এ ছাড়া ছয় সদস্য পদের তিনটিতে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রথম তিনজন ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের তিনজন নির্বাচিত হন। তাঁরা হলেন মো. জিয়াউল হায়দার ফরহাদ, নিজামুল আলম, মোহাম্মদ ইউছুফ টিপু, কাজী বুলবুল আহমেদ সোহাগ, আবদুল্লাহ আল মামুন ভূঞা ও মোহাম্মদ ফেরদৌস আলম আরমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত