ফেনী প্রতিনিধি
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ বিজয়ী হয়েছে। গতকাল শনিবার ফেনী জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ৩২৫ জন ভোটারের মধ্যে ৩১৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়। রাত ১১টায় নির্বাচন কমিশনার সমিতির বর্তমান সভাপতি মো. নূরুল ইসলাম (৩) ও সাধারণ সম্পাদক মোহা. গিয়াস উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে একজন সহসভাপতি ও তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আবুল বশর চৌধুরী, সহসভাপতি দিলীপ কুমার সাহা ও করিমুল হক দুলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিএনপি সমর্থিত আমিনুল করিম মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল কাইয়ুম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হোসেন কমল, অডিটর নাজমুল হোসেন, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন সুজন ও লাইব্রেরি সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান।
এ ছাড়া ছয় সদস্য পদের তিনটিতে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রথম তিনজন ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের তিনজন নির্বাচিত হন। তাঁরা হলেন মো. জিয়াউল হায়দার ফরহাদ, নিজামুল আলম, মোহাম্মদ ইউছুফ টিপু, কাজী বুলবুল আহমেদ সোহাগ, আবদুল্লাহ আল মামুন ভূঞা ও মোহাম্মদ ফেরদৌস আলম আরমান।
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ বিজয়ী হয়েছে। গতকাল শনিবার ফেনী জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ৩২৫ জন ভোটারের মধ্যে ৩১৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়। রাত ১১টায় নির্বাচন কমিশনার সমিতির বর্তমান সভাপতি মো. নূরুল ইসলাম (৩) ও সাধারণ সম্পাদক মোহা. গিয়াস উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে একজন সহসভাপতি ও তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আবুল বশর চৌধুরী, সহসভাপতি দিলীপ কুমার সাহা ও করিমুল হক দুলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিএনপি সমর্থিত আমিনুল করিম মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল কাইয়ুম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হোসেন কমল, অডিটর নাজমুল হোসেন, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন সুজন ও লাইব্রেরি সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান।
এ ছাড়া ছয় সদস্য পদের তিনটিতে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রথম তিনজন ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের তিনজন নির্বাচিত হন। তাঁরা হলেন মো. জিয়াউল হায়দার ফরহাদ, নিজামুল আলম, মোহাম্মদ ইউছুফ টিপু, কাজী বুলবুল আহমেদ সোহাগ, আবদুল্লাহ আল মামুন ভূঞা ও মোহাম্মদ ফেরদৌস আলম আরমান।
ধনবাড়ী থানার ওসি আকরাম হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিলাসপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ও মোটরসাইকেলের চালক এবং এক আরোহী মারা যান।
৪ মিনিট আগেনিহত তরুণীর নাম সুইটি আক্তার (২০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আফসারুল ইসলামের মেয়ে। তার স্বামী মো. নূরুল ইসলাম (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। গত দেড় বছর আগে সুইটির বিয়ে হয় নূরুল ইসলামের সঙ্গে।
৩২ মিনিট আগেহোমনা চৌরাস্তা থেকে শুরু করে মীরশিকারি, শ্রীপুর, ঘাড়মোরা, কৃষ্ণপুর, কাশিপুর, ওমরাবাদ ও রঘুনাথপুর পর্যন্ত বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় গর্তের কারণে সড়ক এতটাই সংকুচিত হয়ে গেছে যে যানবাহনের গতি অনেক কমিয়ে চলতে হচ্ছে। এতে করে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
১ ঘণ্টা আগেগৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘গৌরনদীতে কোনো গডফাদার নেই। স্বপন ভাই হয়তো আ.লীগ আমলে যেসব কুখ্যাত ব্যক্তিরা ছিল, তাঁদের প্রসঙ্গ টেনেছেন। আর কুদ্দুস ভাই হয়তো মনোকষ্ট থেকে এসব বলছেন। তবে মনোনয়ন চূড়ান্ত হলে এসব বিরোধ কেটে যাবে বলে আমি বিশ্বাস করি।’
১ ঘণ্টা আগে