ফেনী প্রতিনিধি
ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ঘটনায় সালিস বৈঠকের প্রধান দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি।
গতকাল রোববার রাতে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী অবমাননার ঘটনা তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বিএনপির সব দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে দেলোয়ারের সাংগঠনিক পদ স্থগিত করা হয়।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, ‘মানবাধিকারের লঙ্ঘনের কোনো ঘটনার দায় দল নিতে পারে না। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তাঁর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। ১ মিনিট ৫৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, মাথিয়ারা গ্রামের সালিস বৈঠকে দুই নারীকে জনসমক্ষে জেরা করা হচ্ছে। তাঁদের ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে লাঠি হাতে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু অকথ্য ভাষায় গালাগাল করেন। তাঁদের নাকে খত দিতে বাধ্য করেন।
স্থানীয় সূত্র জানায়, মধ্যম মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়িতে কয়েক মাস ধরে হাঁস ও কবুতর চুরির ঘটনা ঘটে। সম্প্রতি ফের চুরির অভিযোগ উঠলে বৃহস্পতিবার (১ মে) রাতে স্থানীয় খালুর দোকানের সামনে সালিস বসে। সেখানে সন্দেহভাজন দুই যুবকের উপস্থিতিতে তাঁদের মায়েদের অপমানজনক আচরণের শিকার হতে হয়। একজনের গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয় এবং পরে তাঁর মাকে নাকে খত দিতে বাধ্য করা হয়। অপর সন্দেহভাজনের মায়ের সঙ্গেও একই আচরণ করা হয়।
ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ঘটনায় সালিস বৈঠকের প্রধান দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি।
গতকাল রোববার রাতে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী অবমাননার ঘটনা তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বিএনপির সব দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে দেলোয়ারের সাংগঠনিক পদ স্থগিত করা হয়।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, ‘মানবাধিকারের লঙ্ঘনের কোনো ঘটনার দায় দল নিতে পারে না। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তাঁর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। ১ মিনিট ৫৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, মাথিয়ারা গ্রামের সালিস বৈঠকে দুই নারীকে জনসমক্ষে জেরা করা হচ্ছে। তাঁদের ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে লাঠি হাতে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু অকথ্য ভাষায় গালাগাল করেন। তাঁদের নাকে খত দিতে বাধ্য করেন।
স্থানীয় সূত্র জানায়, মধ্যম মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়িতে কয়েক মাস ধরে হাঁস ও কবুতর চুরির ঘটনা ঘটে। সম্প্রতি ফের চুরির অভিযোগ উঠলে বৃহস্পতিবার (১ মে) রাতে স্থানীয় খালুর দোকানের সামনে সালিস বসে। সেখানে সন্দেহভাজন দুই যুবকের উপস্থিতিতে তাঁদের মায়েদের অপমানজনক আচরণের শিকার হতে হয়। একজনের গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয় এবং পরে তাঁর মাকে নাকে খত দিতে বাধ্য করা হয়। অপর সন্দেহভাজনের মায়ের সঙ্গেও একই আচরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাকিব (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। আজ সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
৪ মিনিট আগেকুয়ালালামপুর থেকে বাটিক এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে গতকাল রোববার (৪ মে) রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মালয়েশিয়া প্রবাসী সুমন। তাঁর ব্যাগেজ স্ক্যানিং করে ভেতরে থাকা সোনার রিং তৈরির মেশিন থেকে ১ কেজি ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। যার মোট ওজন ১ কেজি ২৮৬ গ্রাম।
৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকাসহ চার দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা। আজ সোমবার রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা।
৯ মিনিট আগেচাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার তাঁকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক রহিমা খাতুন জামিন নামঞ্জুর করে
২৩ মিনিট আগে