Ajker Patrika

ব্যাগে দুই কোটি টাকার সোনার সঙ্গে রিং তৈরির মেশিন, শাহজালালে যাত্রী আটক

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

সোনার রিং তৈরির মেশিনের ভেতরে দুই কোটি টাকা মূল্যের সোনা ও স্বর্ণালংকারসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুমন মিয়া নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

কুয়ালালামপুর থেকে বাটিক এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে গতকাল রোববার (৪ মে) রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মালয়েশিয়া প্রবাসী সুমন। তাঁর ব্যাগেজ স্ক্যানিং করে ভেতরে থাকা সোনার রিং তৈরির মেশিন থেকে ১ কেজি ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। যার মোট ওজন ১ কেজি ২৮৬ গ্রাম। বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।

এ বিষয়ে আজ সোমবার (৫ মে) ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তা বরুণ দাস জানান, কুয়ালালামপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত সুমন নামের এক যাত্রীর ব্যাগেজ স্ক্যানিং করে রিং তৈরির মেশিনসহ ১ কেজি ২৮৬ গ্রাম স্বর্ণপিণ্ড ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। স্বর্ণগুলো সুকৌশলে রিং তৈরির মেশিনের ভেতরে লুকানো ছিল।

এ ঘটনায় ওই যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বরুণ দাস।

আটক সুমন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামের বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত