চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি। আজ সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন এই কর্মবিরতি চলবে।
শিক্ষক সমিতির দাবি, কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে ৯০ শতাংশ শিক্ষক শ্রেণি-কার্যক্রমে অংশ নেননি। যদিও এ বিষয়ে প্রশাসনের কারও সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিক্ষক সমিতি ঘোষিত কর্মবিরতি কর্মসূচিতে সাড়া দিয়ে প্রায় ৯০ শতাংশ শিক্ষক কোনো ক্লাস নেননি। তবে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বরত এবং প্রশাসন থেকে নানা ধরনের সুবিধাভোগী ১০ শতাংশের মতো শিক্ষক এ সময়ে ক্লাস নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি।’
আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবি নিয়ে গত ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের কাছে গেলে একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। পরে নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। সেই কর্মসূচি পরে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে রূপ নেয়। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করে শিক্ষক সমিতি।
পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় খোলার পর আবার অবস্থান কর্মসূচি, সংবাদ প্রদর্শনীসহ লাগাতার কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। সর্বশেষ একই দাবিতে গতকাল রোববার চার দিনের কর্মবিরতি ঘোষণা করে শিক্ষক সমিতি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি। আজ সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন এই কর্মবিরতি চলবে।
শিক্ষক সমিতির দাবি, কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে ৯০ শতাংশ শিক্ষক শ্রেণি-কার্যক্রমে অংশ নেননি। যদিও এ বিষয়ে প্রশাসনের কারও সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিক্ষক সমিতি ঘোষিত কর্মবিরতি কর্মসূচিতে সাড়া দিয়ে প্রায় ৯০ শতাংশ শিক্ষক কোনো ক্লাস নেননি। তবে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বরত এবং প্রশাসন থেকে নানা ধরনের সুবিধাভোগী ১০ শতাংশের মতো শিক্ষক এ সময়ে ক্লাস নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি।’
আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবি নিয়ে গত ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের কাছে গেলে একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। পরে নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। সেই কর্মসূচি পরে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে রূপ নেয়। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করে শিক্ষক সমিতি।
পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় খোলার পর আবার অবস্থান কর্মসূচি, সংবাদ প্রদর্শনীসহ লাগাতার কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। সর্বশেষ একই দাবিতে গতকাল রোববার চার দিনের কর্মবিরতি ঘোষণা করে শিক্ষক সমিতি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি।
ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে চলছে শোকের মাতম। তাঁর মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা ও এলাকাবাসী তাঁর বাড়িতে জড়ো হচ্ছেন। সাম্যর মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।
১ মিনিট আগেটাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন ব্যান্ড তারকা জেমস। গতকাল বুধবার রাতে শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। এদিকে অনুষ্ঠানে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।
৪ মিনিট আগেগ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিদার (৩২), রায়হান উদ্দিন জাবেদ (২০), আরমান ওরফে ছনু মিয়া (২৫), মো. সাকিব (২৩), তাহসিন (২৪), সুমন (২৪) ও আব্দুল খালেক (৩৮)। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে গত ২৮ এপ্রিল পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটে আবদুল মতিন (৭৪) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা স্বজনদের। আজ বুধবার সকালে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে...
৬ মিনিট আগে