Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে এক ভাইয়ের মৃত্যু, অপরজনের অবস্থা আশঙ্কাজনক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বিদ্যুতায়িত হয়ে এক ভাইয়ের মৃত্যু, অপরজনের অবস্থা আশঙ্কাজনক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুতায়িত হয়ে সৃজন (২৪) নামে এক ভাই মারা গেছেন। অপর ভাই এমরান (২১) গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা এলাকার একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সৃজন বাহার মিয়ার ছেলে ও আহত এমরান একই এলাকার মজিবুরের ছেলে। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।

উপজেলার মোগড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আলমগীর মিয়া আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুৎ চালিত ইজিবাইকে সমস্যা থাকায় তাঁরা দুই ভাই স্থানীয় একটি ওয়ার্কশপে মেরামতের কাজ করছিল। এ সময় এমরান বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে সৃজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা সৃজনকে মৃত ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত