Ajker Patrika

লঞ্চের ছাদে ডিজে পার্টি করতে গিয়ে নিহত ১, আহত ৬

প্রতিনিধি, তিতাস (কুমিল্লা) 
লঞ্চের ছাদে ডিজে পার্টি করতে গিয়ে নিহত ১, আহত ৬

তিতাসে লঞ্চের ছাদে ডিজে নাচ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ৬ কিশোর আহত হয়েছে এবং নদীতে পড়ে গিয়ে দশ বছর বয়সের শামীম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার দড়িকান্দি ব্রিজের পশ্চিম পাশে তিতাস নদীর ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে এই ঘটনাটি ঘটেছে।

নিহত শামীম শিবপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

এলাকাবাসী জানান, ২০-৩০ জন কিশোর মিলে লঞ্চ ভাড়া এনে পিকনিকে যায়, তারা সবাই উপজেলার শিবপুর গ্রামের।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লঞ্চটি জব্দ করেছে। পরে ফায়ার সার্ভিসের লোকেরা নিখোঁজ শিশুটিকে উদ্ধার অভিযান চালিয়েছে। কিন্তু রাতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে শিশুটির মরদেহ নদীতে ভেসে উঠেছে।

সুধীন চন্দ্র দাস আরও বলেন, বেশ কয়েক দিন ধরে ফেসবুকে দাবি উঠে তিতাসে এ ধরনের নাচ গান বন্ধের। তাই আমি দুই দিন আগে তিতাস থানার ফেসবুক আইডি থেকে সচেতনতামূলক পোস্টও দিয়েছি যাতে কেউ নদীতে এ ধরনের নাচ গান না করে।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু ইউসুফ বলেন রাত আনুমানিক ১০টায় বিদ্যুতায়িত হয়ে ৬ জন কিশোর হাসপাতালে আসে। এদের মধ্যে শেখ ফরিদ মিয়ার ছেলে তানজিদ (২৩), শাহাব উদ্দিনের ছেলে মো. সুজন (১৮) ও আবদুর বারেক মিয়ার ছেলে শাহপরান (২০) এদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি তিনজন হেলাল মিয়ার ছেলে সিয়াম (১৭), আবুল কালামের ছেলে রাহিম (১৭) ও আবু তাহেরের ছেলে তামিম (১৪) এদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত