Ajker Patrika

পটিয়ায় সড়ক উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২২: ৪৬
পটিয়ায় সড়ক উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

পটিয়া-অন্নদাদত্ত-হাইদগাঁও-রানগুনিয়া জেলা মহাসড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে বৃহত্তম গুরুত্বপূর্ণ এ সড়কের উদ্বোধন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ প্রমুখ।  

জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (চট্টগ্রাম জোন) দ্বিতীয় পর্যায়ের অধীনে সড়ক ও জনপথ বিভাগ দোহাজারীর অধীনে এ সড়ক নির্মাণ করা হয়েছে। জেলা মহাসড়কটি বাস্তবায়ন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের দোহাজারী সড়ক বিভাগ। 

এ সড়কটি পটিয়া-অন্নদত্ত-হাইদগাঁও জেলা মহাসড়কের প্রকল্পের দৈর্ঘ্য ৫ দশমিক ৫০ কিলোমিটার। সংযোগকৃত স্থান পটিয়া উপজেলার সঙ্গে ও রাঙ্গুনিয়া উপজেলার সংযোগ করা হয়েছে। ফলে দুই উপজেলার মানুষ সহজে যাতায়াত করতে পারবে। 

এ ব্যাপারে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, বর্তমান সরকারের সময়ে দক্ষিণ চট্টগ্রামে গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে প্রশস্ততায় উন্নীতকরণের মাধ্যমে পটিয়া-অন্নদাদত্ত-হাইদগাঁও-রাঙ্গুনিয়া সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। যোগাযোগ ক্ষেত্রে দুই উপজেলার মেলবন্ধনের এ সড়কটি স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত