কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ভোর থেকে দুপুর পর্যন্ত কখনো ভারী, কখনো হালকা বৃষ্টি হয়। আবার গা পোড়া রোদ। সন্ধ্যায় আবার বৃষ্টি। আজ শুক্রবার এমন দিনে শেষ হলো রাখাইন সম্প্রদায়ের তিন মাসব্যাপী বর্ষা উৎসব।
সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের ঝাউবীথিতে শেষ দিনে ছিল আড্ডা। থাকে গান, খাওয়াদাওয়াসহ নানা আয়োজন।
এদিকে ঐতিহ্যবাহী এই উৎসবে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিভিন্ন এলাকা থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষ যোগ দেয়। পাশাপাশি সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারাও আনন্দ-উচ্ছ্বাসে মিলিত হয় তাদের সঙ্গে।
বিকেল ৪টার দিকে সৈকতে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের রাখাইন সম্প্রদায়ের মানুষ ঝাউবনের বালিয়াড়িতে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। ফাঁকে ফাঁকে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে পুরো এলাকা মাতিয়ে রেখেছেন।
প্রতিবছর মে মাসে এই উৎসব শুরু হলেও এ বছর ২১ এপ্রিল উৎসব শুরু হয় বলে জানান কক্সবাজার শহরের টেকপাড়ার ক্যং গ্রি রাখাইন।
রাখাইন সম্প্রদায়ের মানুষ জানান, প্রতিবছর বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান তিন মাসব্যাপী আষাঢ়ী পূর্ণিমার আগে (আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত) আড়াই থেকে তিন মাস সৈকতে এই উৎসব উদ্যাপন করা হয়। শেষ দিন সন্ধ্যায় সমুদ্রস্নান শেষে উৎসবের ইতি টানে হাজারো মানুষ।
সৈকতের ঝাউবনে অন্যদের মতো গোল হয়ে বসে আড্ডায় মেতেছিল ছেন মং, উ সিবু, মা ছানু, নিলা রাখাইন, দুলাল ত্রিপুরাসহ ১৫ জনের একটি দল। দলের অধিকাংশই চাকরিজীবী। কেউ এসেছেন খাগড়াছড়ি থেকে, আবার কেউ বান্দরবান থেকে। খাগড়াছড়ি থেকে আসা মি. ছেন মং আজকের পত্রিকাকে বলেন, এক বছর পর এই উৎসবে অনেক বন্ধুবান্ধব ও স্বজনের সঙ্গে দেখা হয়, কথা হয়। বেশ ভালো লাগে। বান্দরবান থেকে আসা মা ছানু রাখাইন বলেন, প্রতিবছর সমুদ্রপাড়ে এই উৎসবে এসে নিজের মতো করে সময় কাটানো যায়। অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়।
রাখাইন সম্প্রদায়ের নেত্রী মাটিন টিন আজকের পত্রিকাকে বলেন, শতাব্দীকাল ধরে রাখাইন সম্প্রদায় এই উৎসব উদ্যাপন করে আসছে। প্রথম দিকে কক্সবাজার শহরের অদূরে হিমছড়ির জঙ্গলে উৎসব উদ্যাপন করা হতো। তিন দশক ধরে সমুদ্র ও প্রকৃতিকে আরও নিবিড়ভাবে কাছে পেতে সৈকতের ঝাউবনে উদ্যাপন করা হয় বর্ষা উৎসব।
কক্সবাজারে ভোর থেকে দুপুর পর্যন্ত কখনো ভারী, কখনো হালকা বৃষ্টি হয়। আবার গা পোড়া রোদ। সন্ধ্যায় আবার বৃষ্টি। আজ শুক্রবার এমন দিনে শেষ হলো রাখাইন সম্প্রদায়ের তিন মাসব্যাপী বর্ষা উৎসব।
সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের ঝাউবীথিতে শেষ দিনে ছিল আড্ডা। থাকে গান, খাওয়াদাওয়াসহ নানা আয়োজন।
এদিকে ঐতিহ্যবাহী এই উৎসবে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিভিন্ন এলাকা থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষ যোগ দেয়। পাশাপাশি সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারাও আনন্দ-উচ্ছ্বাসে মিলিত হয় তাদের সঙ্গে।
বিকেল ৪টার দিকে সৈকতে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের রাখাইন সম্প্রদায়ের মানুষ ঝাউবনের বালিয়াড়িতে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। ফাঁকে ফাঁকে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে পুরো এলাকা মাতিয়ে রেখেছেন।
প্রতিবছর মে মাসে এই উৎসব শুরু হলেও এ বছর ২১ এপ্রিল উৎসব শুরু হয় বলে জানান কক্সবাজার শহরের টেকপাড়ার ক্যং গ্রি রাখাইন।
রাখাইন সম্প্রদায়ের মানুষ জানান, প্রতিবছর বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান তিন মাসব্যাপী আষাঢ়ী পূর্ণিমার আগে (আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত) আড়াই থেকে তিন মাস সৈকতে এই উৎসব উদ্যাপন করা হয়। শেষ দিন সন্ধ্যায় সমুদ্রস্নান শেষে উৎসবের ইতি টানে হাজারো মানুষ।
সৈকতের ঝাউবনে অন্যদের মতো গোল হয়ে বসে আড্ডায় মেতেছিল ছেন মং, উ সিবু, মা ছানু, নিলা রাখাইন, দুলাল ত্রিপুরাসহ ১৫ জনের একটি দল। দলের অধিকাংশই চাকরিজীবী। কেউ এসেছেন খাগড়াছড়ি থেকে, আবার কেউ বান্দরবান থেকে। খাগড়াছড়ি থেকে আসা মি. ছেন মং আজকের পত্রিকাকে বলেন, এক বছর পর এই উৎসবে অনেক বন্ধুবান্ধব ও স্বজনের সঙ্গে দেখা হয়, কথা হয়। বেশ ভালো লাগে। বান্দরবান থেকে আসা মা ছানু রাখাইন বলেন, প্রতিবছর সমুদ্রপাড়ে এই উৎসবে এসে নিজের মতো করে সময় কাটানো যায়। অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়।
রাখাইন সম্প্রদায়ের নেত্রী মাটিন টিন আজকের পত্রিকাকে বলেন, শতাব্দীকাল ধরে রাখাইন সম্প্রদায় এই উৎসব উদ্যাপন করে আসছে। প্রথম দিকে কক্সবাজার শহরের অদূরে হিমছড়ির জঙ্গলে উৎসব উদ্যাপন করা হতো। তিন দশক ধরে সমুদ্র ও প্রকৃতিকে আরও নিবিড়ভাবে কাছে পেতে সৈকতের ঝাউবনে উদ্যাপন করা হয় বর্ষা উৎসব।
বরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ মিনিট আগেনিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভি
৩২ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১ ঘণ্টা আগে