হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন মো. লাবলু, মো. হাসান ও রুবেল উদ্দিন।
লিখিত অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়ে ওই কিশোরী যৌন হয়রানির শিকার হয়। এর আগেই একই ব্যক্তিরা তাকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এই ঘটনায় লজ্জায়, অপমানে রাতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
স্কুলছাত্রীর বাবা জানান, মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে সামাজিকভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। মেয়ে খুবই অসুস্থ। সে মানসিকভাবে ভেঙে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘হসপিটালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছি। সে মানসিক ট্রমার মধ্যে আছে। অভিযুক্ত যুবকদের কঠোর বিচার হওয়া উচিত।’
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা হাসপাতালে ভর্তি থাকা মেয়েটির সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন মো. লাবলু, মো. হাসান ও রুবেল উদ্দিন।
লিখিত অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়ে ওই কিশোরী যৌন হয়রানির শিকার হয়। এর আগেই একই ব্যক্তিরা তাকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এই ঘটনায় লজ্জায়, অপমানে রাতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
স্কুলছাত্রীর বাবা জানান, মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে সামাজিকভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। মেয়ে খুবই অসুস্থ। সে মানসিকভাবে ভেঙে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘হসপিটালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছি। সে মানসিক ট্রমার মধ্যে আছে। অভিযুক্ত যুবকদের কঠোর বিচার হওয়া উচিত।’
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা হাসপাতালে ভর্তি থাকা মেয়েটির সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে