হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন মো. লাবলু, মো. হাসান ও রুবেল উদ্দিন।
লিখিত অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়ে ওই কিশোরী যৌন হয়রানির শিকার হয়। এর আগেই একই ব্যক্তিরা তাকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এই ঘটনায় লজ্জায়, অপমানে রাতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
স্কুলছাত্রীর বাবা জানান, মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে সামাজিকভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। মেয়ে খুবই অসুস্থ। সে মানসিকভাবে ভেঙে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘হসপিটালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছি। সে মানসিক ট্রমার মধ্যে আছে। অভিযুক্ত যুবকদের কঠোর বিচার হওয়া উচিত।’
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা হাসপাতালে ভর্তি থাকা মেয়েটির সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন মো. লাবলু, মো. হাসান ও রুবেল উদ্দিন।
লিখিত অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়ে ওই কিশোরী যৌন হয়রানির শিকার হয়। এর আগেই একই ব্যক্তিরা তাকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এই ঘটনায় লজ্জায়, অপমানে রাতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
স্কুলছাত্রীর বাবা জানান, মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে সামাজিকভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। মেয়ে খুবই অসুস্থ। সে মানসিকভাবে ভেঙে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘হসপিটালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছি। সে মানসিক ট্রমার মধ্যে আছে। অভিযুক্ত যুবকদের কঠোর বিচার হওয়া উচিত।’
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা হাসপাতালে ভর্তি থাকা মেয়েটির সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনায় কিশোরীকে ধর্ষণের পর তার বাবাকে হত্যার ঘটনায় এখন বিপাকে পড়েছে পরিবারটি। আলোচিত এই ঘটনার পর গণমাধ্যমকর্মী পরিচয়ে অনেকেই ক্যামেরা, মোবাইল নিয়ে হাজির হচ্ছেন ভুক্তভোগীর বাড়িতে। ধর্ষণ ও খুনের ঘটনার বিষয়ে অযাচিত প্রশ্ন করা হচ্ছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সদস্যদের। আইন অমান্য করে ভুক্তভোগীর
৩ মিনিট আগেফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ হয়েছে। এ ছাড়া যুদ্ধবিরতি ভঙ্গ করে এই হামলার প্রতিবাদে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জেলা-উপজেলা শহরগুলোয় বিক্ষোভ মিছিল, সংহতি সমাবেশ ও গণপদযাত্রা হয়েছে।
১২ মিনিট আগেগাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক যাত্রীকে ধর্ষণচেষ্টা এবং টাকা ও অলংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ মিনিট আগে‘এই বৃষ্টি আমের জন্য ভালো হয়েছে। এখন আমের বোঁটায় পানি পড়েছে বলে তা শক্ত হবে। গুটির পাশে যে পরিত্যক্ত পোড়া মুকুল থাকে, সেগুলোও ঝরে পড়বে। আমের ডাঁটা পরিষ্কার হয়ে যাবে। দ্রুত আম বড় হবে।’—ড. মো. শফিকুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, রাজশাহী ফল গবেষণা কেন্দ্র
১ ঘণ্টা আগে