Ajker Patrika

নবীনগরে বিল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগরে বিল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিল থেকে সজল পাল (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়িখলা গ্রামের একটি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি পাশের বাঙ্গরা থানার আকবপুর গ্রামের মৃত সুকুমার চন্দ্র পালের ছেলে।

সজলের পরিবার সূত্রে জানা গেছে, সজল মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের তারা মামার দোকানে চাকরি করতেন। গতকাল বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উপজেলার লাউরফতহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের একটি বিল থেকে নিখোঁজ সজলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত