Ajker Patrika

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ, উখিয়া সীমান্তে লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৩৭
টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ, উখিয়া সীমান্তে লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতেরবিল সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তিন দিন সীমান্তে পড়ে থাকার পর মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে উখিয়া থানা-পুলিশ।

দুপুরের দিকে রহমতেরবিল সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি বলেন, মরদেহটি বিকৃত হয়ে গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। 

গত বৃহস্পতিবার রাতের দিকে রহমতেরবিল সীমান্তে মরদেহটি পড়ে থাকার খবর পায় পুলিশ। গতকাল শুক্রবার মরদেহটি পুলিশ উদ্ধার করতে গেলে ওপারে গোলাগুলি চলতে থাকায় ফিরে আসে পুলিশ। 

ওসি শামীম হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

সীমান্তের বাসিন্দারা জানান, রহমতেরবিল সীমান্ত থেকে এলাকাবাসী ২৩ জন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করে বিজিবির হাতে তুলে দেয়। বিজিবি গতকাল তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করেছে। 
 
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার থেকে তাঁর ইউনিয়নসংলগ্ন সীমান্তে গোলাগুলি কিংবা ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি।

এদিকে গতকাল রাতে বন্ধ থাকার পর আজ ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং, লম্বাবিল, কোনারপাড়া, উলুবনিয়া ও মাঝেরপাড়া সীমান্ত গোলাগুলি ও মর্টার শেলের শব্দে কেঁপে ওঠে। কোনারপাড়া ও মাঝেরপাড়া এলাকার তিনটি বসতঘরে তিনটি গুলি এসে পড়েছে। সীমান্তের ওপারে কুমিরখালী সীমান্ত চৌকির নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিসহ মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, আজ ভোরে হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তের নাফ নদের ওপারে গুলি, মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ভোরে সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলাকালে গুলি ও মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটি গুলি সীমান্তের এপারে লম্বাবিল ও উনচিপ্রাং এলাকায় এসে পড়েছে। 

নুর আহমদ বলেন, টেকনাফ হোয়াইক্যং সীমান্তের নাফ নদের ওপার থেকে আজ সকালে কিছুসংখ্যক রোহিঙ্গা নৌকায় এপারে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবি তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেয়নি। 

চেয়ারম্যান নুর আহমত আরও বলেন, গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত গোলাগুলি বন্ধ ছিল। আজ ভোরে পরপর শব্দ শোনা গেছে। এখন বিচ্ছিন্নভাবে শব্দ শোনা যাচ্ছে। এ অবস্থায় সীমান্তে খেত-খামারের কাজে যেতে পারছেন না লোকজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত