কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতেরবিল সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তিন দিন সীমান্তে পড়ে থাকার পর মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে উখিয়া থানা-পুলিশ।
দুপুরের দিকে রহমতেরবিল সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি বলেন, মরদেহটি বিকৃত হয়ে গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।
গত বৃহস্পতিবার রাতের দিকে রহমতেরবিল সীমান্তে মরদেহটি পড়ে থাকার খবর পায় পুলিশ। গতকাল শুক্রবার মরদেহটি পুলিশ উদ্ধার করতে গেলে ওপারে গোলাগুলি চলতে থাকায় ফিরে আসে পুলিশ।
ওসি শামীম হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সীমান্তের বাসিন্দারা জানান, রহমতেরবিল সীমান্ত থেকে এলাকাবাসী ২৩ জন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করে বিজিবির হাতে তুলে দেয়। বিজিবি গতকাল তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করেছে।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার থেকে তাঁর ইউনিয়নসংলগ্ন সীমান্তে গোলাগুলি কিংবা ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি।
এদিকে গতকাল রাতে বন্ধ থাকার পর আজ ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং, লম্বাবিল, কোনারপাড়া, উলুবনিয়া ও মাঝেরপাড়া সীমান্ত গোলাগুলি ও মর্টার শেলের শব্দে কেঁপে ওঠে। কোনারপাড়া ও মাঝেরপাড়া এলাকার তিনটি বসতঘরে তিনটি গুলি এসে পড়েছে। সীমান্তের ওপারে কুমিরখালী সীমান্ত চৌকির নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিসহ মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটে।
হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, আজ ভোরে হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তের নাফ নদের ওপারে গুলি, মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ভোরে সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলাকালে গুলি ও মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটি গুলি সীমান্তের এপারে লম্বাবিল ও উনচিপ্রাং এলাকায় এসে পড়েছে।
নুর আহমদ বলেন, টেকনাফ হোয়াইক্যং সীমান্তের নাফ নদের ওপার থেকে আজ সকালে কিছুসংখ্যক রোহিঙ্গা নৌকায় এপারে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবি তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেয়নি।
চেয়ারম্যান নুর আহমত আরও বলেন, গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত গোলাগুলি বন্ধ ছিল। আজ ভোরে পরপর শব্দ শোনা গেছে। এখন বিচ্ছিন্নভাবে শব্দ শোনা যাচ্ছে। এ অবস্থায় সীমান্তে খেত-খামারের কাজে যেতে পারছেন না লোকজন।
কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতেরবিল সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তিন দিন সীমান্তে পড়ে থাকার পর মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে উখিয়া থানা-পুলিশ।
দুপুরের দিকে রহমতেরবিল সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি বলেন, মরদেহটি বিকৃত হয়ে গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।
গত বৃহস্পতিবার রাতের দিকে রহমতেরবিল সীমান্তে মরদেহটি পড়ে থাকার খবর পায় পুলিশ। গতকাল শুক্রবার মরদেহটি পুলিশ উদ্ধার করতে গেলে ওপারে গোলাগুলি চলতে থাকায় ফিরে আসে পুলিশ।
ওসি শামীম হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সীমান্তের বাসিন্দারা জানান, রহমতেরবিল সীমান্ত থেকে এলাকাবাসী ২৩ জন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করে বিজিবির হাতে তুলে দেয়। বিজিবি গতকাল তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করেছে।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার থেকে তাঁর ইউনিয়নসংলগ্ন সীমান্তে গোলাগুলি কিংবা ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি।
এদিকে গতকাল রাতে বন্ধ থাকার পর আজ ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং, লম্বাবিল, কোনারপাড়া, উলুবনিয়া ও মাঝেরপাড়া সীমান্ত গোলাগুলি ও মর্টার শেলের শব্দে কেঁপে ওঠে। কোনারপাড়া ও মাঝেরপাড়া এলাকার তিনটি বসতঘরে তিনটি গুলি এসে পড়েছে। সীমান্তের ওপারে কুমিরখালী সীমান্ত চৌকির নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিসহ মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটে।
হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, আজ ভোরে হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তের নাফ নদের ওপারে গুলি, মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ভোরে সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলাকালে গুলি ও মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটি গুলি সীমান্তের এপারে লম্বাবিল ও উনচিপ্রাং এলাকায় এসে পড়েছে।
নুর আহমদ বলেন, টেকনাফ হোয়াইক্যং সীমান্তের নাফ নদের ওপার থেকে আজ সকালে কিছুসংখ্যক রোহিঙ্গা নৌকায় এপারে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবি তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেয়নি।
চেয়ারম্যান নুর আহমত আরও বলেন, গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত গোলাগুলি বন্ধ ছিল। আজ ভোরে পরপর শব্দ শোনা গেছে। এখন বিচ্ছিন্নভাবে শব্দ শোনা যাচ্ছে। এ অবস্থায় সীমান্তে খেত-খামারের কাজে যেতে পারছেন না লোকজন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে