Ajker Patrika

বুড়িচংয়ে বাসচাপায় স্বামী স্ত্রী নিহত, আহত ১০

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচংয়ে বাসচাপায় স্বামী স্ত্রী নিহত, আহত ১০

কুমিল্লার বুড়িচংয়ে বাসচাপায় সিএনজি আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতির কাটাজাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার আদর্শ সদর উপজেলার রত্নাবতী গ্রামের আবু সাইদ ও রুমি আক্তার। 

বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮ টার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার ময়নামতি এলাকায় সিলেটগামী তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৬৯১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিটিকে চাপা দেওয়ার পর বাসটির সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

এ ঘটনায় বাস ও সিএনজির আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়। 

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত