Ajker Patrika

আখাউড়ায় ইয়াবাসহ শ্বশুরবাড়ি থেকে জামাই আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৭
আখাউড়ায় ইয়াবাসহ শ্বশুরবাড়ি থেকে জামাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ১৫০টি ইয়াবাসহ মো. আরিফ হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে আখাউড়া থানার পুলিশ। গতকাল সোমবার রাতে পৌরসভার দুর্গাপুর এলাকার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। 

পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. আরিফ হাসানকে আটক করে বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম। 

মো. আরিফ হাসান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের মো. জজ মিয়ার ছেলে। 

আখাউড়া থানার ওসি মো. নূরে আলম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে দুর্গাপুর এলাকায় শ্বশুর আনোয়ারুল হক শামসুর বাড়ি থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয় মো. আরিফ হাসানকে। আসামির বিরুদ্ধেও ইতিপূর্বে সাতটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত