খাগড়াছড়ি প্রতিনিধি
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলেই দেশে আজ কোনো খাদ্যসংকট নেই। খাদ্যের কোনো ঘাটতি নেই। ধান, সবজি, তেলসহ কৃষি খাতের প্রতিটি সেক্টরে উৎপাদন বেড়েছে। দানাজাতীয় খাদ্যের উৎপাদন বেড়েছে। ২০০৮ সালে ৫-৬ লাখ টন ভুট্টা উৎপাদন হতো, এখন দেশে ৬০ লাখ টন ভুট্টা হয়। ৪ কোটি ৩০ লাখ টন ধান ও গম উৎপদন হয়। আগে সবজি উৎপদন হতো ৩০ লাখ টন, ১৪ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ টন। এটা অবিশ্বাস্য। আগের পার্বত্য এলাকায় আম, আনারস উৎপাদন হতো না। এখন পার্বত্য এলাকায় প্রচুর ফল উৎপাদন হচ্ছে।
আজ বুধবার বিকেলে খাগড়াছড়িতে ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে খাদ্যসংকটে মানুষ মারা যায়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সারসহ কৃষিপণ্যের দাম বাড়িয়েছে। সারসংকটে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তখন চাষের জন্য সার পাওয়া যেত না। সারসংকট নিয়ে আন্দোলন করায় বিএনপির আমলে আন্দোলনরত ১৯ কৃষককে গুলি করে হত্যা করা হয়। গত ১৪ বছরে আওয়ামী লীগের মেয়াদকালে কোনো খাদ্যসংকট হয়নি। না খেয়ে কোনো মানুষ মারা যায়নি। বর্তমান সরকার সারের দাম কমিয়েছে।
ভবিষ্যতে কাজুবাদাম আর আমদানি করতে হবে না বরং আমরা রপ্তানি করব। পার্বত্য এলাকায় উৎপাদিত কফি ও কাজুবাদামের প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তোলা হবে। আগামী বর্ষা মৌসুমে তিন পার্বত্য জেলায় ২০ লাখ কাজুবাদামের পাশাপাশি কফি, গোলমরিচের চারা বিতরণ করা হবে জানান কৃষিমন্ত্রী।
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলেই দেশে আজ কোনো খাদ্যসংকট নেই। খাদ্যের কোনো ঘাটতি নেই। ধান, সবজি, তেলসহ কৃষি খাতের প্রতিটি সেক্টরে উৎপাদন বেড়েছে। দানাজাতীয় খাদ্যের উৎপাদন বেড়েছে। ২০০৮ সালে ৫-৬ লাখ টন ভুট্টা উৎপাদন হতো, এখন দেশে ৬০ লাখ টন ভুট্টা হয়। ৪ কোটি ৩০ লাখ টন ধান ও গম উৎপদন হয়। আগে সবজি উৎপদন হতো ৩০ লাখ টন, ১৪ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ টন। এটা অবিশ্বাস্য। আগের পার্বত্য এলাকায় আম, আনারস উৎপাদন হতো না। এখন পার্বত্য এলাকায় প্রচুর ফল উৎপাদন হচ্ছে।
আজ বুধবার বিকেলে খাগড়াছড়িতে ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে খাদ্যসংকটে মানুষ মারা যায়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সারসহ কৃষিপণ্যের দাম বাড়িয়েছে। সারসংকটে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তখন চাষের জন্য সার পাওয়া যেত না। সারসংকট নিয়ে আন্দোলন করায় বিএনপির আমলে আন্দোলনরত ১৯ কৃষককে গুলি করে হত্যা করা হয়। গত ১৪ বছরে আওয়ামী লীগের মেয়াদকালে কোনো খাদ্যসংকট হয়নি। না খেয়ে কোনো মানুষ মারা যায়নি। বর্তমান সরকার সারের দাম কমিয়েছে।
ভবিষ্যতে কাজুবাদাম আর আমদানি করতে হবে না বরং আমরা রপ্তানি করব। পার্বত্য এলাকায় উৎপাদিত কফি ও কাজুবাদামের প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তোলা হবে। আগামী বর্ষা মৌসুমে তিন পার্বত্য জেলায় ২০ লাখ কাজুবাদামের পাশাপাশি কফি, গোলমরিচের চারা বিতরণ করা হবে জানান কৃষিমন্ত্রী।
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
২০ মিনিট আগে২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
১ ঘণ্টা আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে