Ajker Patrika

র‍্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৩ 

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
র‍্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৩ 

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অভিযানে রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ও লেচুয়া পালংয়ে আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে র‍্যাব ১৫ সদস্যরা। 

আটককৃতরা হলেন, দক্ষিণ লেদা এলাকার মৃত আলি মিয়ার ছেলে মো. জাহিদ (৩৫), ও ২৪ নম্বর লেদা রোহিঙ্গা শিবিরের মো. কবিরের ছেলে ওমর ফারুক (২২) মো. মোস্তাকের মো. সাদেক (২১)।

র‍্যাব ১৫ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তি র‍্যাব অভিযান চালিয়ে জাদিমুড়া ওমর খাল সেতুর ওপর থেকে ১ লাখ ইয়াবাসহ জাহেদকে আটক করে। এর ঘন্টাদুয়েক আগে লেচুয়া পালংয়ে অভিযান চালিয়ে একটি ওয়াটার শুটার গান ও ৫ রাউন্ড কার্তুজসহ ওই দুই রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

র‍্যাবের ওই কর্মকর্তা জানান, রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে শিবির থেকে বাইরে আগ্নেয়াস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিল। তাঁদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত