Ajker Patrika

জাতিসংঘের সহকারী মহাসচিবের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ১৩
জাতিসংঘের সহকারী মহাসচিবের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক সহকারী মহাসচিব মিসেস উনাইসি লুতু ভুনিওয়াকার এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার উপজেলার কুতুপালং ২ নম্বর ক্যাম্প, ৮ ও ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধিদলটি। 

এর আগে গতকাল সোমবার জাতিসংঘের সহকারী মহাসচিব কক্সবাজারে এসে পৌঁছান। পরে তিনি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি। 

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

এপিবিএনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সহকারী মহাসচিবতিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতিনিধিদলটি এপিবিএনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারা শরণার্থী শিবিরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি জানা-বোঝার চেষ্টা করেন এবং নিরাপত্তার বিষয়গুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা শিবির দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কর্মকর্তা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মানবিক সহায়তার অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। 

জানা গেছে, সম্প্রতি রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। রোহিঙ্গাদের দেখভালের বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ বিষয় নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। কারণ, এর আগে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত