বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলা থেকে পাঁচজনকে অপহরণের অভিযোগ উঠেছে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর বিরুদ্ধে। উপজেলার পাইন্দু ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গম নিয়াক্ষ্যং পাড়া থেকে তাঁদের অপহরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা।
পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, অপহরণের ঘটনার অভিযোগ সম্পর্কে সরকারি গোয়েন্দাসহ উপজেলা প্রশাসন খবর পেয়েছে।
পাইন্দু ইউনিয়ন কার্যালয়ের সংশ্লিষ্টরা জানায়, সকালে শীত নিবারণের জন্য পাড়ার মধ্যে বেশ কয়েকজন নারী-পুরুষ আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিল। এ সময় কেএনএফের ১৫ সদস্যরা নিয়াক্ষ্যং পাড়ায় হানা দেয়। বেশ কয়েকজনকে মারধর করে তারা। পরে পাঁচজনকে ধরে নিয়ে যায় এবং পাড়ার লোকজনকে হুমকি দিয়ে যায় পাঁচজনকে নেওয়ার বিষয়টি পাড়ার বাইরে কাউকে না জানানোর জন্য। বিষয়টি কোথাও জানাজানি হলে অপহৃত পাঁচজনকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। এ কারণে অপহৃতদের উদ্ধারের আগে পাড়াবাসী মুখ খুলছে না। কারা অপহৃত হয়েছে তাদের কারও নামও প্রকাশ করা হচ্ছে না।
আরেকটি সূত্র জানায়, বম পার্টি খ্যাত কেএনএফের সশস্ত্র সদস্যরা নিয়াক্ষ্যং পাড়ার নিরীহ ওই পাঁচজনকে পোটার (পথপ্রদর্শক) হিসেবে নিয়ে গেছে অজ্ঞাত স্থানে।
রুমা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিদন মিয়া বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে এখনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।’
এদিকে স্থানীয়রা জানায়, কেএনএফ সশস্ত্র সদস্যরা নিয়াংক্ষ্যং পাড়ার ঘটনার আগের রাতে পাশের পড়ুয়া পাড়া থেকে উহ্লাসিং (৩১) ও চিনুমং (৩০) নামে দুজনকে ধরে নিয়ে গেছে। ওই সময় তাদের রাস্তা দেখানোর জন্য ওই দুজনকে নিয়ে যাচ্ছে বলে পাড়ার লোকজনকে জানায় কেএনএফ সশস্ত্র সদস্যরা।
এই বিষয়ে রুমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘বিকেলের মধ্যে প্রকৃত ঘটনা পরিষ্কার হয়ে যাবে।’
বান্দরবানের রুমা উপজেলা থেকে পাঁচজনকে অপহরণের অভিযোগ উঠেছে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর বিরুদ্ধে। উপজেলার পাইন্দু ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গম নিয়াক্ষ্যং পাড়া থেকে তাঁদের অপহরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা।
পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, অপহরণের ঘটনার অভিযোগ সম্পর্কে সরকারি গোয়েন্দাসহ উপজেলা প্রশাসন খবর পেয়েছে।
পাইন্দু ইউনিয়ন কার্যালয়ের সংশ্লিষ্টরা জানায়, সকালে শীত নিবারণের জন্য পাড়ার মধ্যে বেশ কয়েকজন নারী-পুরুষ আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিল। এ সময় কেএনএফের ১৫ সদস্যরা নিয়াক্ষ্যং পাড়ায় হানা দেয়। বেশ কয়েকজনকে মারধর করে তারা। পরে পাঁচজনকে ধরে নিয়ে যায় এবং পাড়ার লোকজনকে হুমকি দিয়ে যায় পাঁচজনকে নেওয়ার বিষয়টি পাড়ার বাইরে কাউকে না জানানোর জন্য। বিষয়টি কোথাও জানাজানি হলে অপহৃত পাঁচজনকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। এ কারণে অপহৃতদের উদ্ধারের আগে পাড়াবাসী মুখ খুলছে না। কারা অপহৃত হয়েছে তাদের কারও নামও প্রকাশ করা হচ্ছে না।
আরেকটি সূত্র জানায়, বম পার্টি খ্যাত কেএনএফের সশস্ত্র সদস্যরা নিয়াক্ষ্যং পাড়ার নিরীহ ওই পাঁচজনকে পোটার (পথপ্রদর্শক) হিসেবে নিয়ে গেছে অজ্ঞাত স্থানে।
রুমা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিদন মিয়া বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে এখনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।’
এদিকে স্থানীয়রা জানায়, কেএনএফ সশস্ত্র সদস্যরা নিয়াংক্ষ্যং পাড়ার ঘটনার আগের রাতে পাশের পড়ুয়া পাড়া থেকে উহ্লাসিং (৩১) ও চিনুমং (৩০) নামে দুজনকে ধরে নিয়ে গেছে। ওই সময় তাদের রাস্তা দেখানোর জন্য ওই দুজনকে নিয়ে যাচ্ছে বলে পাড়ার লোকজনকে জানায় কেএনএফ সশস্ত্র সদস্যরা।
এই বিষয়ে রুমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘বিকেলের মধ্যে প্রকৃত ঘটনা পরিষ্কার হয়ে যাবে।’
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লতাচাপলী ইউনিয়নের আলীপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা রিপন মিয়ার (২৮) লাশ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা দিয়েছেন মামলার বাদী ও নিহতের বড় ভাই আক্তার হোসেন।
৪২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও চারজন।
১ ঘণ্টা আগেকুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
২ ঘণ্টা আগে