Ajker Patrika

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ব্যবসায়ী গুলিবিদ্ধ

ফেনী প্রতিনিধি
জহিরুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
জহিরুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ফেনীর কালিদহ ইউনিয়নের কালিদহ বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। তাঁর নাম জহিরুল ইসলাম (৪০)।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জহিরুল ইসলাম কালিদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কালিদহ বাজারে মা হার্ডওয়্যার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিদহ স্কুল মাঠে দুই পক্ষের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে একদল দুর্বৃত্ত সন্ধ্যায় কালিদহ বাজারে এসে ভাঙচুর শুরু করে। তখন ব্যবসায়ী জহিরুল ইসলামকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ জহিরুল ইসলামের চাচাতো ভাই তাজুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের কিশোরেরা ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি করে। এরপর এক পক্ষের বড় ভাইয়েরা এসে বাজারে হাঙ্গামা শুরু করে। আমার চাচাতো ভাই বাধা দিলে তার নাভির নিচে গুলি করা হয়। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।’

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাউদ বলেন, ‘আহত ব্যক্তির নাভির নিচে রক্তাক্ত ক্ষতের চিহ্ন রয়েছে। আহত ব্যক্তি জানিয়েছেন, তাঁকে গুলি করা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত