Ajker Patrika

কক্সবাজারে দুর্বৃত্তের হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারে দুর্বৃত্তের হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় আহত আওয়ামী লীগ নেতা জাকের হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আগে গত বুধবার উপজেলার হরিণাফাঁড়ি এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। 

তিনি পেকুয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং একই ইউনিয়নের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ১৪ জনকে আসামি করে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী নাহারু বেগম। মামলার প্রধান আসামি একই এলাকার আবদুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাতে পেকুয়া বাজার থেকে হরিণাফাঁড়ি নিজের বাড়িতে ফিরছিলেন জাকের হোসেন। পথিমধ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন করা হবে। মামলার প্রধান আসামি আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত