Ajker Patrika

চকরিয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের চকরিয়া উপজেলা পুকুরে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মাদ্রাসাছাত্রের নাম বেলাল হোসেন (১৩)। সে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি বড় ঝর্ণা গ্রামের বশির উল্লাহের ছেলে। বেলাল রামপুর ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ মঙ্গলবার সকালে সোয়া ৮টার দিকে বেলাল রামপুর ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানিতে তলিয়ে যায়। এরপর মাদ্রাসার ছাত্ররা পুকুরে খোঁজাখুঁজি করে উদ্ধারের পর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল। তিনি বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পুলিশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত