Ajker Patrika

সীতাকুণ্ডে ম্যাজিস্ট্রেটের মধ্যরাতের অভিযানে বালু উত্তোলন বন্ধ, এক্সকাভেটর ও ট্রাক জব্দ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১১: ৪১
সীতাকুণ্ডে ম্যাজিস্ট্রেটের মধ্যরাতের অভিযানে বালু উত্তোলন বন্ধ, এক্সকাভেটর ও ট্রাক জব্দ

সীতাকুণ্ডের সাগর উপকূলে মধ্যরাতে চলছিল সমুদ্র থেকে বালু উত্তোলন। আর উত্তোলন করা বালু ট্রাকে ভরে বিক্রি করা হচ্ছিল অন্যত্র। রাতের আঁধারে যখন চলছিল বালু উত্তোলন ও বিক্রির কাজ, ঠিক সেই সময় সেখানে গিয়ে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রিতে জড়িত চক্রের সদস্যরা। ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়।

গতকাল শুক্রবার রাত ১২টায় উপজেলার কুমিরা ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকার মহসিনের মালিকানাধীন ওডব্লিউডব্লিউ শিপব্রেকিং ইয়ার্ড জাহাজভাঙা কারখানার ভেতরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। অভিযানে সহযোগিতা করে সীতাকুণ্ড থানার পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, একটি অসাধু চক্র রাতে সমুদ্র থেকে বালু উত্তোলন করে তা জাহাজভাঙার কারখানার ভেতেরে স্তূপ করে রেখে সেখান থেকে এক্সকাভেটরের মাধ্যমে ট্রাকে ভর্তি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে এমন খবর জানতে পেরে মধ্যরাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় জড়িতরা পালিয়ে গেলেও বালু ভরাটকাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। বালু উত্তোলনে ও বিক্রির কাজে জড়িত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত