লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত কুম্ভমেলায় বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি ১০ যুবক। পরে ওই যুবকদের ভারতীয় আদালতের মাধ্যমে ২৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তাঁরা হলেন—রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের আল আমিন, মো. সুমন, আব্দুস সালাম, মো. বেলাল, মো. শামসুদ্দিন, আব্দুল জলিল, মো. রবিউল, মো. সোহেল, মো. হাসান ও মো. ইসমাইল। তাঁদের সবার বাড়ি একই ইউনিয়নে। পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে প্রতি বছর খাগড়াছড়ির পানছড়ির পাহাড়-জঙ্গল পাড়ি দিয়ে অনেক বাংলাদেশিরা মেলায় বেড়াতে যান।
আটারকছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অজয় চাকমা মিত্র যুবকদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের দায়ে আমার ইউনিয়নের ১০ যুবককে আটক করে ২৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভারতীয় আদালত। এর আগে শুক্রবার তাদের আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।’
ওই যুবকদের সঙ্গে ভারতে যাওয়া আল আমিনের ভাই মো. মনির হোসেন বলেন, ‘ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার তীর্থমুখ এলাকায় গোমতী নদীর উৎসস্থল ডুম্বুর লেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে দুই দিনব্যাপী মেলায় প্রতি বছর বাংলাদেশ থেকে অনেকে যায়। এবার মেলা দেখতে গত শুক্রবার আমরা ৩২ জন গিয়েছিলাম। সেখানে এক রাত থাকার পর দুই গ্রুপে আলাদা হয়ে দেশে ফিরছিলাম। ওরা ১০ জন একসঙ্গে ছিল। আমরা ফিরতে পারলেও তাঁরা বিএসএফের হাতে ধরা পড়ে যায়। গত শনিবার রাতে জানতে পারি, বিএসএফ তাঁদের ভারতীয় পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে ২৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাঁদের। বর্তমানে তাঁরা গন্ডাঝড়া কারাগারে আছে বলে আমার ভাই জানিয়েছে।’
স্থানীয়রা জানান, প্রতি বছর ভারতীয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন পৌষ সংক্রান্তি উৎসবে যোগ দেন। তবে এবারের এই আটক ও সাজা দেওয়ার মতো এমন ঘটনা আগে ঘটেনি।
এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে এ রকম কোনো তথ্য নেই। কেউ কিছুই জানায়নি।’
ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত কুম্ভমেলায় বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি ১০ যুবক। পরে ওই যুবকদের ভারতীয় আদালতের মাধ্যমে ২৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তাঁরা হলেন—রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের আল আমিন, মো. সুমন, আব্দুস সালাম, মো. বেলাল, মো. শামসুদ্দিন, আব্দুল জলিল, মো. রবিউল, মো. সোহেল, মো. হাসান ও মো. ইসমাইল। তাঁদের সবার বাড়ি একই ইউনিয়নে। পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে প্রতি বছর খাগড়াছড়ির পানছড়ির পাহাড়-জঙ্গল পাড়ি দিয়ে অনেক বাংলাদেশিরা মেলায় বেড়াতে যান।
আটারকছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অজয় চাকমা মিত্র যুবকদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের দায়ে আমার ইউনিয়নের ১০ যুবককে আটক করে ২৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভারতীয় আদালত। এর আগে শুক্রবার তাদের আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।’
ওই যুবকদের সঙ্গে ভারতে যাওয়া আল আমিনের ভাই মো. মনির হোসেন বলেন, ‘ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার তীর্থমুখ এলাকায় গোমতী নদীর উৎসস্থল ডুম্বুর লেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে দুই দিনব্যাপী মেলায় প্রতি বছর বাংলাদেশ থেকে অনেকে যায়। এবার মেলা দেখতে গত শুক্রবার আমরা ৩২ জন গিয়েছিলাম। সেখানে এক রাত থাকার পর দুই গ্রুপে আলাদা হয়ে দেশে ফিরছিলাম। ওরা ১০ জন একসঙ্গে ছিল। আমরা ফিরতে পারলেও তাঁরা বিএসএফের হাতে ধরা পড়ে যায়। গত শনিবার রাতে জানতে পারি, বিএসএফ তাঁদের ভারতীয় পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে ২৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাঁদের। বর্তমানে তাঁরা গন্ডাঝড়া কারাগারে আছে বলে আমার ভাই জানিয়েছে।’
স্থানীয়রা জানান, প্রতি বছর ভারতীয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন পৌষ সংক্রান্তি উৎসবে যোগ দেন। তবে এবারের এই আটক ও সাজা দেওয়ার মতো এমন ঘটনা আগে ঘটেনি।
এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে এ রকম কোনো তথ্য নেই। কেউ কিছুই জানায়নি।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে