সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ওমরাহ হজের কাগজপত্র জমা দিতে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন নিজাম উদ্দিন সরকার (৬৫)। ঢাকায় পৌঁছার আগেই ট্রেন দুর্ঘটনায় মারা যান তিনি। সঙ্গে ছিলেন ছেলের বউ ফাতেমা বেগম (২৩), নাতনি তানহা বেগম (৪) ও ১০ মাস বয়সী নাতি মুয়াস উদ্দিন। তাঁরা সামান্য আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান।
গতকাল সোমবার কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটিকে মালবাহী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটে।
এই দীর্ঘ লাশের সারির একজন নিজাম উদ্দিন সরকার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার উপজেলার বরইছাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। পরে নিজ গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গ্রামবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে ওমরাহ হজের কাগজপত্র জমা এবং ছেলে বউ ফাতেমার চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন তিনি। বেলা ১১টায় কালনী ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল। ট্রেনটি না পাওয়ায় পরে মেজ ছেলের বউ, নাতি-নাতনিসহ ৩টার দিকে এগারসিন্দুর ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা দেন নিজাম। ভৈরব থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলে মারা যান। তাঁর তিন ছেলে ও এক মেয়ে।
নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, বড় ছেলে কাঞ্চন সরকার মৃত্যুর খবর পেয়ে সৌদি আরব থেকে সকালে বাড়িতে আসেন বাবাকে শেষবারের মতো দেখতে। বাবার লাশের পাশে দাঁড়িয়ে আহাজারি করছিলেন স্বজনেরা। ছোট ছেলে আনিস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা ওমরাহ হজের কাগজপত্র জমা দেওয়ার জন্য সোমবার সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। প্রথমে আমার বাসায় আসার কথা ছিল। বাবার আর হজ করা হবে না, আল্লাহ যেন বাবার হজ কবুল করেন।’
ওমরাহ হজের কাগজপত্র জমা দিতে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন নিজাম উদ্দিন সরকার (৬৫)। ঢাকায় পৌঁছার আগেই ট্রেন দুর্ঘটনায় মারা যান তিনি। সঙ্গে ছিলেন ছেলের বউ ফাতেমা বেগম (২৩), নাতনি তানহা বেগম (৪) ও ১০ মাস বয়সী নাতি মুয়াস উদ্দিন। তাঁরা সামান্য আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান।
গতকাল সোমবার কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটিকে মালবাহী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটে।
এই দীর্ঘ লাশের সারির একজন নিজাম উদ্দিন সরকার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার উপজেলার বরইছাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। পরে নিজ গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গ্রামবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে ওমরাহ হজের কাগজপত্র জমা এবং ছেলে বউ ফাতেমার চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন তিনি। বেলা ১১টায় কালনী ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল। ট্রেনটি না পাওয়ায় পরে মেজ ছেলের বউ, নাতি-নাতনিসহ ৩টার দিকে এগারসিন্দুর ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা দেন নিজাম। ভৈরব থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলে মারা যান। তাঁর তিন ছেলে ও এক মেয়ে।
নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, বড় ছেলে কাঞ্চন সরকার মৃত্যুর খবর পেয়ে সৌদি আরব থেকে সকালে বাড়িতে আসেন বাবাকে শেষবারের মতো দেখতে। বাবার লাশের পাশে দাঁড়িয়ে আহাজারি করছিলেন স্বজনেরা। ছোট ছেলে আনিস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা ওমরাহ হজের কাগজপত্র জমা দেওয়ার জন্য সোমবার সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। প্রথমে আমার বাসায় আসার কথা ছিল। বাবার আর হজ করা হবে না, আল্লাহ যেন বাবার হজ কবুল করেন।’
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিক ইদ্রিস আলীর আত্মহত্যার ঘটনায় মণ্ডল গ্রুপের মনট্রিমস কারখানার দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইদ্রিসের মৃত্যুর এক দিন পর গতকাল শনিবার সকালে কারখানা চালু হলে শোক জানিয়েছে কর্তৃপক্ষ।
৪ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তাদের মতাদর্শী কয়েকটি সংগঠন ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তাদের কার্যক্রমে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
৮ মিনিট আগেচার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে। এ নিয়ে পরিবারে উদ্বেগ বাড়ছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। আজ শনিবার সকাল থেকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার কাবারিপাড়াসহ বিভিন্ন পাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা কর
১১ মিনিট আগেছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন আগামীকাল রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আজ শনিবার দুপুরে দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন শিক্ষার্
১৭ মিনিট আগে