Ajker Patrika

মতলবে নদীতে গোসলে নেমে ইটভাটার নারী শ্রমিক নিখোঁজ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
মতলবে নদীতে গোসলে নেমে ইটভাটার নারী শ্রমিক নিখোঁজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহেব বাজার এলাকায় নদীতে গোসল করতে নেমে মিনা বেগম (৪৫) নামে এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি স্থানীয় এএসবি ব্রিক ফিল্ডের শ্রমিক ছিলেন। গতকাল শনিবার সকালে নিখোঁজ হওয়ার পর আজ রোববার দুপুর পর্যন্ত লাশের সন্ধান মেলেনি।

ইটভাটার শ্রমিক বিল্লাল হোসেন ও নিখোঁজ নারীর ছেলে কাউছার হোসেন বলেন, গতকাল শনিবার সকালে পাঁচ-ছয়জন নারী-পুরুষ ইটভাটার (সিপাইকান্দি) ঘাটে ধনাগোদা নদীতে গোসল করতে নামেন। গোসল সেরে সবাই তীরে উঠলেও মিনা বেগম নিখোঁজ হয়ে যান। খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তাঁরা আরও বলেন, মিনা বেগমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ৩৫ খান গ্রামে। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বামী দ্বিতীয় বিয়ে করে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস নদী স্টেশনের ইনচার্জ কবির হোসেন বলেন, খবর পেয়ে চাঁদপুর নদী স্টেশনের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। আজ বেলা আড়াইটা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা খোঁজাখুঁজি করেও মিনা বেগমের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে মিনা বেগমের নিখোঁজ হওয়ার খবর শুনে এলাকার শত শত নারী-পুরুষ নদীর তীরে ভিড় জমায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত