Ajker Patrika

রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি: ম্যানেজারকে উদ্ধারে কাজ চলছে, এখনো হয়নি মামলা

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৫: ৩৬
রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি: ম্যানেজারকে উদ্ধারে কাজ চলছে, এখনো হয়নি মামলা

বান্দরবানের রুমা উপজেলায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে গেছে তারা। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান জানান, বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের মামলা হয়নি, ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে কাজ চলছে, এখনো কাউকে আটক করা হয়নি।

এদিকে এ ঘটনায় শান্তি প্রক্রিয়ায় প্রভাব পড়বে কি না—এই প্রশ্নে জেলা পুলিশ সুপার সৈকত শাহিন বলেন, চলমান শান্তি প্রক্রিয়ার সংলাপের মধ্যে কেন এ ধরনের ঘটনা ঘটেছে, তা আমরা খতিয়ে দেখছি।

শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র, পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা বলেন, এ ঘটনায় শান্তি প্রক্রিয়ায় প্রভাব পড়বে, আমরা এ ঘটনায় স্তম্ভিত ও হতবাক, শান্তির সমঝোতা অমান্য করে তাদের এ ঘটনায় সবকিছু প্রশ্নবিদ্ধ।

আইনশৃঙ্খলায় প্রভাব পড়েছে কি না—এই প্রশ্নে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, এ ঘটনার পর সব সংস্থা একযোগে কাজ করছে, সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি, এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত