Ajker Patrika

দাগনভূঞায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মামা-ভাগনে নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৯: ২২
দাগনভূঞায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মামা-ভাগনে নিহত

ফেনীর দাগনভূঞায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগনে নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার আজিজ ফাজিলপুর মুক্তার বাড়ির দরজায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের মো. বাহারের ছেলে এবং আব্দুল্লাহ আল রবিন একই গ্রামের মো. সেলিমের ছেলে। তাঁরা সম্পর্কে মামা-ভাগিনা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ৩টার দিকে মামা-ভাগিনা নোয়াখালী থেকে দাগনভূঞা আসার পথে উপজেলার আজিজ ফাজিলপুর মুক্তার বাড়ির দরজা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল রবিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম দুজন মোটরসাইকেল আরোহীর নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত