Ajker Patrika

মাকে এনজিও কর্মীদের অপমান, টাওয়ারে উঠে ছেলের আত্মহত্যার চেষ্টা 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
মাকে এনজিও কর্মীদের অপমান, টাওয়ারে উঠে ছেলের আত্মহত্যার চেষ্টা 

মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণে রুষ্ট হয়ে মোবাইল অপারেটর টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে মোফাচ্ছেল নামে ২০ বছর বয়সী এক তরুণ। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন জানান, মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণ সইতে না পেরে মোবাইল অপারেটর টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেন ওই এলাকার হাসমত আলী সিকদার বাড়ির এজাহার মিয়া ছেলে। আতঙ্কিত মানুষেরা ভিড় জমালে সেখানে উপস্থিত হন রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত ও রাউজান পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক। 

তারা পুলিশ ও রাউজান ফায়ার সার্ভিসে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতিতে নেমে আসেন ওই যুবক। নামার পর তিনি অজ্ঞান হয়ে পড়লে ফায়ার সার্ভিসের গাড়িতে করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে এক যুবককে মোবাইল অপারেটর কোম্পানির উঁচু টাওয়ারে উঠতে দেখা যায়। সবাই তাকে নেমে আসার অনুরোধ কেরলেও তিনি সাড়া দেননি। পরে প্যানেল মেয়র, পুলিশ ও সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এসে কৌশলে তাকে নামিয়ে আনতে সক্ষম হন। 

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, মোফাচ্ছেলের বড় ভাই ঋণ নিয়েছিল। জামিনদার হন মোফাচ্ছেল ও তার মা। অভাবের কারণে ঋণ পরিশোধ করতে না পারায় তার মায়ের সঙ্গে এনজিও কর্মীরা অশোভন আচরণ করেন। এ কারণে হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টায় ওই যুবক মোবাইল টাওয়ারে উঠেছিলেন। তাকে বুঝিয়ে কৌশলে নামিয়ে আনা হয়েছে। মোফাচ্ছেল বর্তমানে সুস্থ আছে। 

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এক যুবক মোবাইল টাওয়ারে ওঠার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যান। পরে বুঝিয়ে কৌশলে তাকে নামিয়ে আনলে অজ্ঞান হয়ে পড়েন। পুলিশের সহযোগিতায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত