Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় মাদকসহ তরুণ গ্রেপ্তার, ১ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় মাদকসহ তরুণ গ্রেপ্তার, ১ বছরের কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসহ শিপন মিয়া (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় এই ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত শিপন মিয়া উপজেলা সদরের ব্রাহ্মণপাড়া (পূর্বপাড়ার) গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) বাপ্পা মজুমদারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিপন মিয়া অনেক দিন ধরে মাদক সেবন করছেন। নেশার টাকার জন্য মা-বাবাকে চাপ প্রয়োগ করত। এ নিয়ে প্রায়ই ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন তিনি। নেশার টাকার জোগাতে তিনি প্রায়ই ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রি করতেন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলের নির্যাতনের প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন শিপনের বাবা নুরুল ইসলাম। 

গতকাল বিকেলে নিজ বাড়ি থেকে মাদকাসক্ত শিপনকে আটক করা হয়। এ সময় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। 

ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, ‘উপজেলার সদর এলাকায় মা-বাবার তথ্য অনুসারে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ শিপন মিয়া নামের এক মাদকাসক্ত যুবককে আটক করা হয়। এ সময় তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেক মা-বাবা এভাবে সচেতন হয়ে উঠলে সমাজে মাদকসেবীর সংখ্যা কমে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত