ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাই লেক পর্যটকদের কাছে সব সময়ই আকর্ষণীয়। কাপ্তাই লেকের স্বচ্ছ জল, আশপাশের পাহাড়-টিলা এবং বিলাইছড়ি উপজেলার ঝরনা-পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই পর্যটকের আনাগোনা থাকে কাপ্তাই জেটিঘাট-বিলাইছড়ি নৌ রুটে। বিশেষ করে শীত মৌসুমে পর্যটকের চাপ থাকে বেশি। তবে চলমান হরতাল ও অবরোধে আশঙ্কাজনক হারে পর্যটক কমেছে এই নৌ রুটে। এতে বিপাকে পড়েছেন এই রুটের ওপর নির্ভরশীল বোটমালিক ও চালকেরা।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় কাপ্তাই জেটিঘাট পন্টুনে গিয়ে দেখা যায়, প্রায় যাত্রীশূন্য ব্যস্ততম এই ঘাট। শুধু চার-পাঁচজন যাত্রী অপেক্ষমাণ একটি বোটে বসে আছেন বিলাইছড়ি যাওয়ার জন্য। কথা বলে জানা যায়, তাঁরা সবা স্থানীয় অধিবাসী।
এ সময় পন্টুনে কথা হয় বোটচালক নুরুল আমিন ও নুর আহমেদের সঙ্গে। তাঁরা বলেন, সারা বছর পর্যটক আসেন এই রুটে। অনেকেই কাপ্তাই লেক ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন, আবার অনেকেই বিলাইছড়ি উপজেলার ঝরনা ও পাহাড় দেখতে যান। কিন্তু গত এক মাস ধরে হরতাল-অবরোধে পর্যটক নেই বললেই চলে। যেখানে বোটচালকেরা প্রতিদিন গড়ে ৫০০-১০০০ টাকা আয় করতেন, এখন বেকার বসে আছেন। কেউ তাঁদের এই দুর্দশার খোঁজও রাখে না।
বোটমালিক রিপন মিয়া বলেন, ‘আমার তিনটি নৌকা প্রতিদিন পর্যটকদের নিয়ে ব্যস্ত থাকত। প্রতিটি বোট থেকে গড়ে ১ হাজার টাকা আয় হতো। এখন ঘাঁটে বোট আছে, কিন্তু পর্যটক নেই।’
বোটমালিক মো. জাহাঙ্গীর বলেন, ‘আমার দুটি বোটের চালকেরা পর্যটক কম থাকায় বেকার হয়ে বসে আছে। কী করব বুঝতে পারছি না।’
জেটিঘাট বোট মালিক সমিতির লাইনম্যান শীতল চন্দ্র সরকার বলেন, ‘হরতাল-অবরোধ না থাকলে প্রতিদিন গড়ে ৫০০ পর্যটক এই নৌরুটে চলাচল করতেন। বেশ জমজমাট ছিল এই নৌরুট। কিন্তু গত এক মাস ধরে আমরা সবাই মানবেতর জীবন যাপন করছি।’
রাঙামাটির কাপ্তাই লেক পর্যটকদের কাছে সব সময়ই আকর্ষণীয়। কাপ্তাই লেকের স্বচ্ছ জল, আশপাশের পাহাড়-টিলা এবং বিলাইছড়ি উপজেলার ঝরনা-পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই পর্যটকের আনাগোনা থাকে কাপ্তাই জেটিঘাট-বিলাইছড়ি নৌ রুটে। বিশেষ করে শীত মৌসুমে পর্যটকের চাপ থাকে বেশি। তবে চলমান হরতাল ও অবরোধে আশঙ্কাজনক হারে পর্যটক কমেছে এই নৌ রুটে। এতে বিপাকে পড়েছেন এই রুটের ওপর নির্ভরশীল বোটমালিক ও চালকেরা।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় কাপ্তাই জেটিঘাট পন্টুনে গিয়ে দেখা যায়, প্রায় যাত্রীশূন্য ব্যস্ততম এই ঘাট। শুধু চার-পাঁচজন যাত্রী অপেক্ষমাণ একটি বোটে বসে আছেন বিলাইছড়ি যাওয়ার জন্য। কথা বলে জানা যায়, তাঁরা সবা স্থানীয় অধিবাসী।
এ সময় পন্টুনে কথা হয় বোটচালক নুরুল আমিন ও নুর আহমেদের সঙ্গে। তাঁরা বলেন, সারা বছর পর্যটক আসেন এই রুটে। অনেকেই কাপ্তাই লেক ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন, আবার অনেকেই বিলাইছড়ি উপজেলার ঝরনা ও পাহাড় দেখতে যান। কিন্তু গত এক মাস ধরে হরতাল-অবরোধে পর্যটক নেই বললেই চলে। যেখানে বোটচালকেরা প্রতিদিন গড়ে ৫০০-১০০০ টাকা আয় করতেন, এখন বেকার বসে আছেন। কেউ তাঁদের এই দুর্দশার খোঁজও রাখে না।
বোটমালিক রিপন মিয়া বলেন, ‘আমার তিনটি নৌকা প্রতিদিন পর্যটকদের নিয়ে ব্যস্ত থাকত। প্রতিটি বোট থেকে গড়ে ১ হাজার টাকা আয় হতো। এখন ঘাঁটে বোট আছে, কিন্তু পর্যটক নেই।’
বোটমালিক মো. জাহাঙ্গীর বলেন, ‘আমার দুটি বোটের চালকেরা পর্যটক কম থাকায় বেকার হয়ে বসে আছে। কী করব বুঝতে পারছি না।’
জেটিঘাট বোট মালিক সমিতির লাইনম্যান শীতল চন্দ্র সরকার বলেন, ‘হরতাল-অবরোধ না থাকলে প্রতিদিন গড়ে ৫০০ পর্যটক এই নৌরুটে চলাচল করতেন। বেশ জমজমাট ছিল এই নৌরুট। কিন্তু গত এক মাস ধরে আমরা সবাই মানবেতর জীবন যাপন করছি।’
রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১৬ মিনিট আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৫ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৭ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
৭ ঘণ্টা আগে