Ajker Patrika

ফের ৫ শতাংশ পানির দাম বাড়াল চট্টগ্রাম ওয়াসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফের ৫ শতাংশ পানির দাম বাড়াল চট্টগ্রাম ওয়াসা

দেড় বছরের মধ্যে আবাসিক-অনাবাসিক খাতে পাঁচ শতাংশ পানির দাম বাড়িয়েছে চট্টগ্রাম ওয়াসা। আজ বৃহস্পতিবার ওয়াসা বোর্ডের ৬৪তম সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।

সভায় আবাসিক খাতে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১২ টাকা ৪০ পয়সার পরিবর্তে ১৩ টাকা ২ পয়সা ও বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সার পরিবর্তে ৩১ টাকা ৮২ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে বোর্ড সভার সিদ্ধান্তে বলা হয়েছে।

সভায় বলা হয়, চট্টগ্রামে ওয়াসার বিলযোগ্য সংযোগ সংখ্যা ৭৭ হাজার ২৬৫ টি। এর মধ্যে ৭১ হাজার ৯৯২টি আবাসিক ও ৫ হাজার ২৭৩টি অনাবাসিক। গত ২০২০ সালের ১ মার্চ প্রতি হাজার লিটার পানিতে আবাসিকে ১২ দশমিক ৪০ টাকা এবং অনাবাসীকে ৩০ দশমিক ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে সংযোগে ৯৩ শতাংশ ব্যবহার হয় আবাসিকে এবং ৯ শতাংশ অনাবাসিকে। 

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬ এর ২২ (২) ধারা অনুযায়ী পানির ইউনিট প্রতি দর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। সে অনুযায়ী পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর বিষয়ে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটিসহ সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, ‘দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ পানির মূল্যও বাড়ায় এমনিতে নাভিশ্বাস, এ অবস্থায় পানির দাম বাড়ানো খুবই অযৌক্তিক। কারণ আবাসিক গ্রাহকদের মধ্যে নিম্ন আয়ের মানুষও রয়েছেন। পানির দাম না বাড়িয়ে পানির অপচয় কমানো, বকেয়া বিল আদায় ও সঠিক বিল তৈরিতে ওয়াসার নজর দেওয়া উচিত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত