আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় যান আইনমন্ত্রী আনিসুল হক। তাঁকে স্বাগত জানাতে রেলস্টেশনে উপস্থিত হন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা মেয়র।
এরপর কসবার উদ্দেশ্যে গাড়িতে করে চলে যান আনিসুল হক। স্টেশনের বাইরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর এই প্রথম আইনমন্ত্রী এলাকায় এসেছেন। আমি নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে মেয়র সমর্থকের লোকজন বাধাঁ দেয়। এ সময় তাঁর কিছু লোকজন আমাকেসহ আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়। বিষয়টি আমি আইনমন্ত্রীকে জানিয়েছি।’
এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মনির চেয়ারম্যান যা বলেছে আসলে তেমন কিছু ঘটেনি। তবে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুরাদ হোসেন ভুইয়াকে কে বা কারা লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টিধাওয়া হয়। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি আইনমন্ত্রী অবগত হয়েছেন, তিনি দুঃখপ্রকাশ করেছেন।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনার পরে পুলিশের বিশেষ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় যান আইনমন্ত্রী আনিসুল হক। তাঁকে স্বাগত জানাতে রেলস্টেশনে উপস্থিত হন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা মেয়র।
এরপর কসবার উদ্দেশ্যে গাড়িতে করে চলে যান আনিসুল হক। স্টেশনের বাইরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর এই প্রথম আইনমন্ত্রী এলাকায় এসেছেন। আমি নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে মেয়র সমর্থকের লোকজন বাধাঁ দেয়। এ সময় তাঁর কিছু লোকজন আমাকেসহ আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়। বিষয়টি আমি আইনমন্ত্রীকে জানিয়েছি।’
এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মনির চেয়ারম্যান যা বলেছে আসলে তেমন কিছু ঘটেনি। তবে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুরাদ হোসেন ভুইয়াকে কে বা কারা লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টিধাওয়া হয়। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি আইনমন্ত্রী অবগত হয়েছেন, তিনি দুঃখপ্রকাশ করেছেন।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনার পরে পুলিশের বিশেষ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে