Ajker Patrika

আখাউড়ায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় যান আইনমন্ত্রী আনিসুল হক। তাঁকে স্বাগত জানাতে রেলস্টেশনে উপস্থিত হন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা মেয়র। 

এরপর কসবার উদ্দেশ্যে গাড়িতে করে চলে যান আনিসুল হক। স্টেশনের বাইরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর এই প্রথম আইনমন্ত্রী এলাকায় এসেছেন। আমি নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে মেয়র সমর্থকের লোকজন বাধাঁ দেয়। এ সময় তাঁর কিছু লোকজন আমাকেসহ আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়। বিষয়টি আমি আইনমন্ত্রীকে জানিয়েছি।’ 

এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মনির চেয়ারম্যান যা বলেছে আসলে তেমন কিছু ঘটেনি। তবে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুরাদ হোসেন ভুইয়াকে কে বা কারা লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টিধাওয়া হয়। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি আইনমন্ত্রী অবগত হয়েছেন, তিনি দুঃখপ্রকাশ করেছেন।’ 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনার পরে পুলিশের বিশেষ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত