Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সোহরাব হত্যার বিচার দাবি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন (২৭) হত্যার বিচার দাবি করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার বিকেলে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে জামে মসজিদের পাশে এক মানববন্ধন করে এই দাবি জানানো হয়। এতে ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন। তাঁরা এ সময় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ জজ মিয়া, ইউপি সদস্য শাহ আলম আল আমিন মিয়া, সুজন মিয়া, মোক্তার হোসেন, জাবেদ মিয়া, মঈন উদ্দিন, শফিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে। হত্যাকারীরা এখনো বাইরে থেকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাঁরা গ্রামের আশপাশে আত্মগোপনে রয়েছেন।

৫ জুলাই চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। নিহত সোহরাব চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে।

এ ঘটনায় সোহরাবের ভাই মো. মোজাহিদ মিয়া বাদী হয়ে ৮ জুলাই ৫০ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নাসিরনগর থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আসামিদের ধরার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত