সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার পরমানন্দপুর গ্রামে বাবার কবরের পাশে শায়িত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা। আজ শনিবার রাত ৮টার দিকে জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে তাঁর নিজ ভিটায় নেওয়া হয় তাঁকে।
সেখানে বাবা হাজী মুকসুদ আলীর কবরের পাশে রাত সাড়ের ৯টার দিকে তাঁকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের লোকজন, প্রশাসন, আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকাল ১১টার দিকে সংসদ ভবন প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে বাদ আসর সরাইল অন্নদা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা এবং তাঁর নিজ গ্রামের হাজী মুকসুদ আলী স্কুলমাঠে চতুর্থ জানাজা সম্পন্ন হয়।
বিকেলে সরাইল অন্নদা স্কুল মাঠে জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন, সাবেক এমপি জিয়াউল হক মৃধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্যে উকিল আবদুস সাত্তার ভূইয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন নেতৃবৃন্দরা।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার পরমানন্দপুর গ্রামে বাবার কবরের পাশে শায়িত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা। আজ শনিবার রাত ৮টার দিকে জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে তাঁর নিজ ভিটায় নেওয়া হয় তাঁকে।
সেখানে বাবা হাজী মুকসুদ আলীর কবরের পাশে রাত সাড়ের ৯টার দিকে তাঁকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের লোকজন, প্রশাসন, আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকাল ১১টার দিকে সংসদ ভবন প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে বাদ আসর সরাইল অন্নদা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা এবং তাঁর নিজ গ্রামের হাজী মুকসুদ আলী স্কুলমাঠে চতুর্থ জানাজা সম্পন্ন হয়।
বিকেলে সরাইল অন্নদা স্কুল মাঠে জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন, সাবেক এমপি জিয়াউল হক মৃধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্যে উকিল আবদুস সাত্তার ভূইয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন নেতৃবৃন্দরা।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
৭ মিনিট আগেখুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লালচান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার রাতে জেলার সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর তিনি ফিরে আসতে পারেননি এবং তাঁর কোনো খোঁজও মিলছে না। স্থানীয়দের কাছে থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন...
২১ মিনিট আগেরাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো পুরোনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ রোববারের (২০ জুলাই) ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপ
৩৩ মিনিট আগে