Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলন: কুবি শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ার শেল, আহত ২

কুবি প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৪, ২১: ৫২
কোটা সংস্কার আন্দোলন: কুবি শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ার শেল, আহত ২

কোটা সংস্কারের দাবিতে কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড অবরোধে যাওয়ার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের ছোড়া টিয়ার শেলে এক সাংবাদিকসহ দুজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে শিক্ষার্থীরা রওনা দিলে আনসার ক্যাম্পসংলগ্ন রাস্তায় পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। তাতে বার্তা টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অনন মজুমদারসহ দুজন আহত হন। দুজনকেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

কোটাবিরোধী আন্দোলনে কুবি শিক্ষার্থীদের পুলিশের বাধা। ছবি: আজকের পত্রিকাপুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ মারমুখী হয়ে ওঠে। এ সময় পুলিশ টিয়ার শেল ছুড়লে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, টিয়ার শেলে আহত এক গণমাধ্যমকর্মীসহ দুজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত