Ajker Patrika

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত শিক্ষিকা 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৮: ২৩
বাস-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত শিক্ষিকা 

লক্ষ্মীপুরের কমলনগরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে আবদুল মান্নান (৫০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী স্কুলশিক্ষিকা জাহানারা আক্তার। আজ শনিবার বেলা সোয়া দুইটার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার হাজিরহাট হাফেজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান উপজেলার উত্তর চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি চর কালকিনি গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত জাহানারা বেগম একই বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী দুজন হাফেজিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। আবদুল মান্নানের অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত