নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ছেলে বাচ্চা চুরি হয়েছে। চুরি হওয়া ওই বাচ্চার নাম আব্দুর রহমান। বয়স ২ মাস ৭ দিন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তার বাবা ঢাকায় একটি ব্যাগের দোকানে চাকরি করেন।
জানা গেছে, মীর ওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস (১৯) নামের এক নারী তাঁর ২ মাস ৭ দিনের বাচ্চাকে ডাক্তার দেখানো জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সন্তানকে ডাক্তার দেখিয়ে নিজের চোখের ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ালে অপরিচিত ওই নারী জান্নাতুল ফেরদৌসের কাছে থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাঁকে টিকিট কাটার জন্য বলেন।
এরপর জান্নাতুল সরলমনে তাঁর শিশুসন্তানকে ওই মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে জান্নাতুল যথাস্থানে এসে অপরিচিত মহিলাসহ তাঁর শিশুসন্তানকে না দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করে।
এদিকে হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বোরকা পরা ওই নারীর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে শিশু রয়েছে। তিনি শিশু আব্দুর রহমানকে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হয়ে যাচ্ছেন। হাসপাতালের প্রধান গেট পার হয়ে মূল সড়কে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে চলে যান। অটোরিকশাটি ওই মহিলাকে নিয়ে পশ্চিম দিকে (চৌমুহনী চৌরাস্তা) চলে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হাসপাতালে থাকা সিসি ক্যামেরা ফুটেজগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করেছি। শিশুটিকে উদ্ধার করতে যতটুকু সহযোগিতা করা দরকার আমাদের পক্ষ থেকে তা করা হবে।’
এ বিষয়ের বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজগুলো পর্যালোচনা করছি। তবে এখনো পর্যন্ত ভিকটিমকে খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি কার্যক্রম চলমান আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ছেলে বাচ্চা চুরি হয়েছে। চুরি হওয়া ওই বাচ্চার নাম আব্দুর রহমান। বয়স ২ মাস ৭ দিন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তার বাবা ঢাকায় একটি ব্যাগের দোকানে চাকরি করেন।
জানা গেছে, মীর ওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস (১৯) নামের এক নারী তাঁর ২ মাস ৭ দিনের বাচ্চাকে ডাক্তার দেখানো জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সন্তানকে ডাক্তার দেখিয়ে নিজের চোখের ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ালে অপরিচিত ওই নারী জান্নাতুল ফেরদৌসের কাছে থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাঁকে টিকিট কাটার জন্য বলেন।
এরপর জান্নাতুল সরলমনে তাঁর শিশুসন্তানকে ওই মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে জান্নাতুল যথাস্থানে এসে অপরিচিত মহিলাসহ তাঁর শিশুসন্তানকে না দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করে।
এদিকে হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বোরকা পরা ওই নারীর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে শিশু রয়েছে। তিনি শিশু আব্দুর রহমানকে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হয়ে যাচ্ছেন। হাসপাতালের প্রধান গেট পার হয়ে মূল সড়কে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে চলে যান। অটোরিকশাটি ওই মহিলাকে নিয়ে পশ্চিম দিকে (চৌমুহনী চৌরাস্তা) চলে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হাসপাতালে থাকা সিসি ক্যামেরা ফুটেজগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করেছি। শিশুটিকে উদ্ধার করতে যতটুকু সহযোগিতা করা দরকার আমাদের পক্ষ থেকে তা করা হবে।’
এ বিষয়ের বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজগুলো পর্যালোচনা করছি। তবে এখনো পর্যন্ত ভিকটিমকে খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি কার্যক্রম চলমান আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৩ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
২৭ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
৩৯ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে