নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৬৫ দিন পর সাগরে নেমেই ইলিশ পাচ্ছেন চট্টগ্রামের জেলেরা। আষাঢ়ের এ সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে খুশি তাঁরা। শনিবার ভোরে চট্টগ্রামের ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ আড়তেই থরে থরে সাজানো রয়েছে ইলিশ। পাশেই কর্ণফুলী নদীতীরে ভিড়ে আছে সারি সারি মাছ ধরার ট্রলার। রাতে বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলে মাছ ধরে ফিরেছেন তাঁরা।
মায়ের দোয়া ট্রলারের মাঝি জসিম বলেন, ‘এখানকার ট্রলারগুলো আনোয়ারা, বাঁশখালী, কুতুবদিয়া, সেন্টমার্টিন, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, ভোলা এসব জায়গায় মাছ ধরে। আমরা বাঁশখালী ও কুতুবদিয়া উপকূলে মাছ ধরেছি, সকালে ইলিশ নিয়ে ঘাটে এলাম, দামও পাব বলে আশা করছি।’
সরেজমিনে দেখা যায়, ফিশারিঘাটের একাধিক জায়গায় ট্রলার নোঙর করা। মাথায় ঝুড়ি করে ইলিশ, পোয়া, লইট্টা, ছুরি, চিংড়িসহ নানা প্রজাতির মাছ নামাচ্ছেন শ্রমিকেরা। কেউ কেউ আবার সামনের সড়কে রাখা ভ্যানে ইলিশ এনে ফেলছেন। সেই ভ্যানে বিশেষ কায়দায় দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে ধরা পড়া ইলিশ। ভ্যানে সাজানো ইলিশ নিয়ে চালক ছুটে চলছেন আড়তে।
এক একটি আড়তের সামনে ইলিশ কিনতে জড়ো হয়েছেন চট্টগ্রামসহ আশপাশের উপজেলা থেকে আসা খুচরা বিক্রেতারা। ইলিশের ভ্যান আসার পর সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন খুচরা বিক্রেতারা। প্রতিটি আড়তেই আছে একজন নিলামকারী। প্রতি মণ হিসাবে দর হাঁকা হচ্ছে ইলিশের। একজনের পর একজন দাম বলছেন। দীর্ঘদিন পর এমন হাঁকডাকে মুখর দেশের মাছের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারিঘাট।
আড়তদার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মূলত চট্টগ্রামের ফিশারিঘাটে ৬০ শতাংশ মাছই সমুদ্রের। তাই সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকলে ফিশারিঘাট জমজমাট থাকে না। অনেক দিন পর শ্রমিকেরা কাজ করছেন। ইলিশ ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতারা আসছেন। অনেক ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম দিন বড় আকৃতির ইলিশ যেগুলোর ওজন এক কেজির ওপরে, সেগুলো বিক্রি হচ্ছে পাইকারিতে ৮০০ থেকে ৯০০ টাকায়। এর চেয়ে ছোট ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। তবে লকডাউন আর কোরবানির ঈদের কারণে মাছের চাহিদা খানিকটা কম। অন্য সময় হলে এ মাছ আরও বেশি দামে বিক্রি করতে পারতাম। মূলত অলিগলি বা সড়কের পাশে যারা মাছ বিক্রি করত, তারা আসছে না। আবার বাজারেও ক্রেতা নেই। তাই মাছ বিক্রেতারা এলেও সবাই পরিমাণে মাছ কম নিচ্ছেন।’
পাশের আড়তদার ফজল হোসেন জানান, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় অনেক ট্রলারই ঝুঁকি নিয়ে যেতে চাচ্ছে না। যারা গেছে তারাও কাছাকাছি উপকূল থেকে মাছ ধরেছে। খুব বেশি দূরে গেলে আরও বেশি মাছ ধরা পড়ত।
তিনি বলেন, এখানে আসা জেলেরা বলছেন সাগরে প্রচুর মাছ; বিশেষ করে আষাঢ়ী পূর্ণিমার কারণে মাছ তীরের দিকে এসেছে। কিন্তু সাগর উত্তাল থাকায় তাঁরা ধরতে পারছেন না। ৩ নম্বর সতর্ক সংকেত কেটে গেলে এবার প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা জেলেদের।
৬৫ দিন পর সাগরে নেমেই ইলিশ পাচ্ছেন চট্টগ্রামের জেলেরা। আষাঢ়ের এ সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে খুশি তাঁরা। শনিবার ভোরে চট্টগ্রামের ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ আড়তেই থরে থরে সাজানো রয়েছে ইলিশ। পাশেই কর্ণফুলী নদীতীরে ভিড়ে আছে সারি সারি মাছ ধরার ট্রলার। রাতে বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলে মাছ ধরে ফিরেছেন তাঁরা।
মায়ের দোয়া ট্রলারের মাঝি জসিম বলেন, ‘এখানকার ট্রলারগুলো আনোয়ারা, বাঁশখালী, কুতুবদিয়া, সেন্টমার্টিন, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, ভোলা এসব জায়গায় মাছ ধরে। আমরা বাঁশখালী ও কুতুবদিয়া উপকূলে মাছ ধরেছি, সকালে ইলিশ নিয়ে ঘাটে এলাম, দামও পাব বলে আশা করছি।’
সরেজমিনে দেখা যায়, ফিশারিঘাটের একাধিক জায়গায় ট্রলার নোঙর করা। মাথায় ঝুড়ি করে ইলিশ, পোয়া, লইট্টা, ছুরি, চিংড়িসহ নানা প্রজাতির মাছ নামাচ্ছেন শ্রমিকেরা। কেউ কেউ আবার সামনের সড়কে রাখা ভ্যানে ইলিশ এনে ফেলছেন। সেই ভ্যানে বিশেষ কায়দায় দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে ধরা পড়া ইলিশ। ভ্যানে সাজানো ইলিশ নিয়ে চালক ছুটে চলছেন আড়তে।
এক একটি আড়তের সামনে ইলিশ কিনতে জড়ো হয়েছেন চট্টগ্রামসহ আশপাশের উপজেলা থেকে আসা খুচরা বিক্রেতারা। ইলিশের ভ্যান আসার পর সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন খুচরা বিক্রেতারা। প্রতিটি আড়তেই আছে একজন নিলামকারী। প্রতি মণ হিসাবে দর হাঁকা হচ্ছে ইলিশের। একজনের পর একজন দাম বলছেন। দীর্ঘদিন পর এমন হাঁকডাকে মুখর দেশের মাছের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারিঘাট।
আড়তদার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মূলত চট্টগ্রামের ফিশারিঘাটে ৬০ শতাংশ মাছই সমুদ্রের। তাই সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকলে ফিশারিঘাট জমজমাট থাকে না। অনেক দিন পর শ্রমিকেরা কাজ করছেন। ইলিশ ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতারা আসছেন। অনেক ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম দিন বড় আকৃতির ইলিশ যেগুলোর ওজন এক কেজির ওপরে, সেগুলো বিক্রি হচ্ছে পাইকারিতে ৮০০ থেকে ৯০০ টাকায়। এর চেয়ে ছোট ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। তবে লকডাউন আর কোরবানির ঈদের কারণে মাছের চাহিদা খানিকটা কম। অন্য সময় হলে এ মাছ আরও বেশি দামে বিক্রি করতে পারতাম। মূলত অলিগলি বা সড়কের পাশে যারা মাছ বিক্রি করত, তারা আসছে না। আবার বাজারেও ক্রেতা নেই। তাই মাছ বিক্রেতারা এলেও সবাই পরিমাণে মাছ কম নিচ্ছেন।’
পাশের আড়তদার ফজল হোসেন জানান, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় অনেক ট্রলারই ঝুঁকি নিয়ে যেতে চাচ্ছে না। যারা গেছে তারাও কাছাকাছি উপকূল থেকে মাছ ধরেছে। খুব বেশি দূরে গেলে আরও বেশি মাছ ধরা পড়ত।
তিনি বলেন, এখানে আসা জেলেরা বলছেন সাগরে প্রচুর মাছ; বিশেষ করে আষাঢ়ী পূর্ণিমার কারণে মাছ তীরের দিকে এসেছে। কিন্তু সাগর উত্তাল থাকায় তাঁরা ধরতে পারছেন না। ৩ নম্বর সতর্ক সংকেত কেটে গেলে এবার প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা জেলেদের।
সৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
৬ মিনিট আগেসাত মাস আগে পারিবারিকভাবে এক সৌদিপ্রবাসীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল ২০ বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলার শর্তে বর তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও
৩০ মিনিট আগেরাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সিসা কার্তুজ, তিন রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল রয়েছে।
১ ঘণ্টা আগে